
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ মার্চ ২০২৩ | প্রিন্ট | 441 বার পঠিত | পড়ুন মিনিটে
জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকার পিঠা উৎসব হয়ে গেল নিউইয়র্কে। জামাইকার ইকরা পার্টি হলে গত শনিবার ৪ মার্চ অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি একটিভিস্ট শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার ও কামরুল ইসলাম সনি। প্রায় ২২ ধরনের পিঠা পরিবেশেনে উপস্থিত অতিথিরা তা দিয়ে তৃপ্তির সাথে রসণা মিটান। চঞ্চল চৌধুরী, রানু নেওয়াজ, অনিক রাজ ও নীপার সঙ্গিত পরিবেশনা সবাকে বিমুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটির তত্বাবধান ও পরিচালানায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল আহমেদ। অনুষ্ঠানে জামালপুরের ৩ জন মুক্তযোদ্ধাকে সন্মানা প্রদান করা হয়। সাংবাদিক ও সংগঠক বেলাল আহমেদের সম্পাদনায় জেমিনি পত্রিকার এবারের প্রচ্ছদে ছিলেন রানু নেওয়াজ ও চঞ্চল চৌধুরী। অতিথিদের সামনে পত্রিকা ২টির মোড়কও উন্মোচনও করা হয়।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩
nykagoj.com | Monwarul Islam