শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছেলেকে নিয়েপরীমনি: স্বামী রইলেন আড়ালে।

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   410 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছেলেকে নিয়েপরীমনি: স্বামী রইলেন আড়ালে।
সংসারে অশান্তি সামনে আনার পর ছেলেকে নিয়ে একটি ছবি সোশাল মিডিয়ায় দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি; তাতে জানিয়েছেন, ছবিটি তুলে দিয়েছেন স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।সন্তান রাজ্যের বয়স তিন মাস পূর্ণ হওয়া উদযাপনের ছবি শনিবার প্রথম প্রহরে নিজের ফেইসবুক পাতায় শেয়ার করেছেন পরীমনি।রাজ্যকে বুকে জড়িয়ে চুমু খাওয়ার ওই ছবির ক্যাপশনে লিখেছেন, “আমাদের ছেলের তিন মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ।

যার শুরুটা হয়েছিল গত বুধবার পরীমনির এক ফেইসবুক পোস্ট ধরে। তিনি সেই পোস্টে মিমকে ট্যাগ করে লিখেছিলেন, “নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিৎ ছিল।” স্বামী রাজকে উদ্দেশ করে বলেছিলেন, “এটা এতদূর গড়াতে দেওয়া উচিৎ হয়নি তোমার।”

পরীমনির সেই পোস্টের প্রতিক্রিয়ায় দামাল সিনেমায় রাজের নায়িকা মিম লেখেন, এক পক্ষ তার পথচলায় ‘ইর্ষান্বিত’ হয়ে ‘কুৎসা’ রটাচ্ছে। কোনো ধরনের বাড়াবাড়ি হলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবেন।

<div class="paragraphs"><p>স্বামী রাজের সঙ্গে পরীমনি</p></div>

স্বামী রাজের সঙ্গে পরীমনি

এরপর পরীমনি শুক্রবার এক পোস্টে আর রাখডাক না করে সংসারে অশান্তির কারণ খোলাসা করেন। স্বামী রাজ আর অভিনেত্রী মিমের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন তিনি।

হাত জোড় করার ইমোজি দিয়ে দুজনকে উদ্দেশ করে পরীমনি লেখেন, “এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।”

তার এক দিনের মাথায় নতুন ছবি দিয়ে কি পরীমনি সব আলোচনায় জল ঢাললেন, সেই প্রশ্ন উঠছে ভক্তদের মধ্যে।

এদিকে এতসব আলোচনার মধ্যে রাজ নিশ্চুপ রয়েছেন। আর পরীমনির সর্বশেষ ছবিতেও তিনি আড়ালেই রয়েছেন।

Facebook Comments Box

Posted ১১:১৮ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(307 বার পঠিত)
advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com