
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 184 বার পঠিত | পড়ুন মিনিটে
জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, ইউএএস নিউইয়র্ক ভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যারা দীঘদিন যাবৎ জেনোসাইড ভিকটিমদের স্মরণ, জেনোসাইড অপরাধ সম্পর্কে গণসচেতনতা তৈরী, অপরাধীদের বিচারের আওতায় আনা, একাওুরের বাঙ্গালী জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং জেনোসাইড প্রতিরোধে কাজ করে আসছে।
এই সংস্থাটি “৯ ডিসেম্বর আন্তর্জাতিক জেনোসাইড স্মরণ ও প্রতিরোধ দিবসের ৭ম বার্ষিকী “উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর, ২০২২, শুক্রবার সন্ধ্যা ৭:00টায় বাংলদেশ প্লাজার কনফারেন্স রুম(ল্যোয়ার লেবেল), ৭৩ স্ট্রিট, জ্যাকসন হাইস্টস, নিউইয়কে জেনোসাইড ভিকটিমদের স্মরণ এবং জেনোসাইড প্রতিরোধের প্রত্যয়ে বিশেষ কর্মসূচি গ্রহন করা হয়েছে।
কর্মসূচি:
১) বাঙালি জেনোসাইড স্বীকৃতির উদ্দেশ্যে ‘বিশেষ কর্মসূচি’ শুরু উপলক্ষে
সংবাদ সন্মেলন
২) জেনোসাইড ভিকটিমদের স্মরণে মোমবাতি জ্বালানো
৩) জেনোসাইড উপর তথ্যচিত্র প্রদর্শন
৪) ’৭১ জেনোসাইড স্বীকৃতি বিষয়ে আলোচনা সভা
৫) জেনোসাইড ভিকটিমদের স্মরণে কবিতা আবৃত্তি
৬) এই বিশেষ দিনে অতিথিদের মতামত
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে।
ধন্যবাদান্তে-
ডঃ প্রদীপ রঞ্জন কর, সভাপতি
মঞ্জুর চৌধূরী, সাধারন সম্পাদক
জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, ইউএএস
Posted ১:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam