মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
এস্টোরিয়ায় হিট এন্ড রান: ১৬ বছরের বালকের মৃত্যু

ইব্রাহিমের ৭ বছরের জেল হতে পারে: মিলিন্ডা কার্টজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   340 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইব্রাহিমের ৭ বছরের জেল হতে পারে: মিলিন্ডা কার্টজ

গাড়ি চাপা দিয়ে পলায়নের অভিযোগে দোষী সাব্যস্থ হলে ইয়াসির ইব্রাহিমের (১৮) ৭ বছরের জেল হবে। লং আইল্যান্ডের বাসিন্দা ইব্রাহিম টিনেজ বালক। তার কোন ড্রাইভিং লাইসেন্সও নেই। গত সোমবার ১০ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে সে এস্টোরিয়ার ২১ স্ট্রিটে র‌্যাভেনসউড হাউজের কাছে বিএমডাব্লিউ গাড়ি চালাচ্ছিলো। জেডান ম্যাকলরিন (১৬) চালাচ্ছিলেন একটি ইলেকট্রিক সিটি বাইক। ২১ স্ট্রিট ও ২১ এভিনিউ এর নিকট স্পীড লিমিট অতিক্রম করে ইব্রাহিমের গাড়িটি ম্যাকলরিনকে চাপা দেয়। সে দ্রুত গাড়ি নিয়ে সরে পড়ে। কয়েক ব্লক দূরে গিয়ে ইব্রাহিম গাড়ি রেখে পলায়ন করে। গাড়িটির সন্মুখভাগ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।। পুলিশ গাড়িটি উদ্ধার করে এবং চিহ্নিত করে ইব্রাহিম তা ড্রাইভ করছিল। মারাত্বক আহত ম্যাকলরিনকে হারলেম হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

কুইন্স ক্রিমিনাল কোর্ট গত বুধবার ১২ এপ্রিল হিট এন্ড রান,ওভার স্পীডিং, ড্রাইভিং লাইসেন্স ও ইন্সুরেন্স ছাড়াই গাড়ি চালনার অপরাধে মামলাটি গ্রহন করেছে। ইব্রাহিম তদন্তকারি অফিসারের কাছে বিএমডাব্লিউ গাড়িটি চালানোর কথা স্বীকার করেছে। সে প্রতিঘন্টায় ২৫ মাইল স্পীড লিমিটের রাস্তায় ৫০ মাইল বেগে গাড়ি চালাচ্ছিল। তবে তার লার্নার পারমিট ছিল। তদন্তকারি অফিসারের কাছে সে বলেছে, আতংকিত হয়ে ভয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়েছে। কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি মিলিন্ডা কার্টজ বলেছেন, দোষী সাব্যস্থ হলে ইব্রাহিমের ৭ বছর জেল হতে পারে।

Facebook Comments Box

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com