
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 309 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক সিটির অপরাধ বৃদ্ধির লাগাম টেনে ধরতে ৩ কাউন্সিল সদস্য স্টেট ও সিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। এরা হলেন কুইন্স থেকে নির্বাচিত কউিন্সিল মেম্বার বব হোল্ডেন, ভিকি প্যালাডিনো ও জন অ্যারিওয়ালা। এ ৩ জন কমনসেন্স ককাস সদস্য হিসেবে পরিচিত। তারা বলেছেন, সিটির ক্রাইম দমনে এখনই কঠোরতর পদক্ষেপ নিতে হবে। গত ১ বছরের তুলনায় সিটিতে এখন ক্রাইমের হার শতকরা ২৭.৫ ভাগ বেশি।
এই ৩ কাউন্সিল মেম্বার বলেছেন, কুইন্সের বাসিন্দারা ভীতিকর পরিস্থিতির মধ্যে বসবাস করছেন। অনেকে রাস্তায় এখন হাঁটতে ভয় পান। সাবওয়েতে উঠতে তারা শংকিত। তারা আলবেনীতে ল’ মেকারদেরে উদ্দেশে বলেছেন, এখনই কঠোরতর আইন তৈরি করুণ। নতুবা নিউইয়র্কের মানুষ তাদের প্রিয় শহর ত্যাগ করে অন্যত্র চলে যাবে।
Posted ১:০০ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam