শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে এসাইলাম প্রার্থীদের জন্য ১০ হাজার সরকারি জবের দরজা খুললো

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   142 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে এসাইলাম প্রার্থীদের জন্য ১০ হাজার সরকারি জবের দরজা খুললো

নতুন অভিবাসীদের (মাইগ্র্যান্ট) বড় সুখবর দিলেন নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোকল। কিছু ব্যতিক্রম ছাড়া শুধুমাত্র ওয়ার্ক পারমিট দিয়ে স্টেট ও সিটি লেভেলে জব পাওয়া যায় না। প্রয়োজন হয় নাগরিকত্ব কিংবা গ্রীন কার্ড। ক্যাথি হোকল ১০ হাজার মাইগ্র্যান্টকে সরাসরি চাকুরি দেবার ঘোষণা দিয়েছেন। যারা এসাইলামের জন্য আবেদন করেছেন এবং ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এসাইলাম আবেদনের পর তা মঞ্জুর হতে কয়েক বছর লেগে যায়। এমনও অনেক কেস রয়েছে এসাইলাম আবেদন ইমিগ্রেশন কোর্টে ২০ বছর ঝুলে রয়েছে। তারা জীবনজীবিকার তাগিদে কম বেতনে শুধু ওয়ার্ক পারমিট দিয়ে প্রাইভেট জব করছেন। আবেদনকারিরা সোশাল সিকিউরিটি নাম্বার ও ওযার্ক পারমিট থাকলেও ভালো জব পান না। সরকারি অনেক জবের আবেদনে গ্রীন কার্ড ও নাগরিকত্বের শর্ত দেয়া থাকে। গর্ভনর হোকুল স্টেটে বসবাসরত মাইগ্র্যান্ট জনশক্তিকে (ওয়ার্কফোর্স) কাজে লাগাতে এ পরিকল্পনা নিয়েছেন। তিনি মনে করেন, গত আড়াই বছরে ২ লক্ষাধিক মাইগ্র্য্ন্ট নিউইয়র্কে প্রবেশ করেছে। তাদের অনেকেই এসাইলামের আবেদন করে ওয়ার্ক পারমিট পেয়েছেন। তাদের হোটেলে রেখে ভরনপোষনের কোন যুক্তি নেই। তারা কাজ করলে স্টেট ও সিটির ওপর বার্ডেন কমবে। পাশাপাশি রাজস্বখাতে অর্থেও প্রবাহ বাড়বে।

গর্ভনরের পরিকল্পনায় জবের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজির ওপর দ্ক্ষতা কিছুটা শিথিল করা হবে। রাজ্যব্যাপী এন্ট্রি লেভেল জবগুলোতে তাদের অগ্রাধিকার দেয়া হবে। এতে স্টেটের লেবার স্বপ্লতার সংকটও কাটবে। জবগুলোর মধ্যে রয়েছে ক্লারিক্যাল পজিশন, টেকনিশিয়ান,ফুড সার্ভিসম্যান, লেবার , পার্ক-রিক্রিয়েশন সেন্টার ও ড্রাইভার। শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ওপর মাই্্রগ্র্যান্টদের কাজের ব্যবস্থা করবে। প্রয়োজনে তারা ক্যারিয়ার ডেভেলপমেন্টেরও সুযোগ পাবে। গেল সপ্তাহের মঙ্গলবার আলবেনিতে এক সংবাদ সম্মেলনে গর্ভনর ক্যাথি হোকল এ ঘোষণা দেন।

ক্যাথি হোকুলের এই ঘোষনার ফলে নিউইয়র্ক হবে প্রথম স্টেট যারা মাইগ্র্যান্টদের জন্য সরকারি চাকুরি পেতে শর্তাদি শিথিল করলো।

 

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com