শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এসি ঘরে বসে জ্ঞান দিচ্ছেন, স্বস্তিকাকে কটাক্ষ অনুরাগীদের

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ মে ২০২৪   |   প্রিন্ট   |   36 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসি ঘরে বসে জ্ঞান দিচ্ছেন, স্বস্তিকাকে কটাক্ষ অনুরাগীদের

গত এপ্রিলের শুরু থেকেই এখানে প্রচণ্ড দাবদাহ দেখা যাচ্ছে। এপার বাংলার মতো ওপার বাংলার মানুষও দাবদাহে হাঁসফাঁস করছেন। বিজ্ঞানীরা যেমন গাছ লাগানোর কথা বলছেন, তেমনি তারকাদের কেউ কেউ এ নিয়ে কথা বলছেন। বিষয়টি নিয়ে কথা বলে কটাক্ষের মুখে পড়েছেন স্বস্তিকা মুখার্জি।

বুধবার (১ মে) স্বস্তিকা মুখার্জি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘আরো গাছ কাটো/ আরো পুকুর বোজাও/ কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ—’

গাছ কাটার কুফল নিয়ে মন্তব্য করলেও তা পছন্দ হয়নি নেটিজেনদের। প্রিয়দর্শিনী সুপ্রিয়া নামে একজন লেখেন, ‘আপনি থাকেন কোথায়? কটা গাছ লাগিয়েছেন এই পর্যন্ত? ফ্ল্যাট কেনা নেই তো একটাও?’ সুপ্রিয়ার সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন স্বস্তিকা। এ অভিনেত্রী লেখেন, ‘হ্যাঁ, গাছ লাগিয়েছি। আমি এবং আমার বাবা দু’জনে মিলে। আমাদের বাড়ির গলিতে যত গাছ আছে সবগুলো আমাদের লাগানো। আর আমার ফ্ল্যাট কেনা নেই। আমি আমার বাবার বাড়িতে থাকি। আর মুম্বাইয়ে ভাড়া বাড়িতে থাকি। ফেসবুকে আক্রমণ করার আগে চেক করে নিবেন আমার ক’টা ফ্ল্যাট আছে। আর গ্লোবাল ওয়ার্মিংয়ের দায় আমাদের সবার। আমায় তীর ছুড়ে প্রকৃতির কোনো সুরাহা হবে না।’

সায়ন্তন ঘোষ লেখেন, ‘দিদি ভাই কংক্রিটের ফ্ল্যাটে বসে এবং এসিতে বসে বসে স্ট্যাটাস দিচ্ছে।’ এ মন্তব্যেরও জবাব দিয়েছেন স্বস্তিকা। তিনি লেখেন, ‘ফুটপাতে বসে স্ট্যাটাস দিতে পারব না দাদা। আমি গত ৪ দিন ধরে রাস্তায় কাজ করছি। পোর্টবেল এসি তো পাওয়া যায় না, পাওয়া গেলে না হয় সঙ্গে নিয়ে আসতাম।’ অপূর্ব রানা লেখেন, ‘এসি ঘরে বসে জ্ঞান দিচ্ছেন।’ এর জবাবে স্বস্তিকা লেখেন, ‘কী করে জানলেন আমি এসি ঘরে বসে জ্ঞান দিচ্ছি?’

এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে স্বস্তিকার কমেন্ট বক্সে। আর কেউ কেউ স্বস্তিকার বাসার ছবি চেয়েছেন, তারা দেখতে চান স্বস্তিকা এসি ঘরে বসে স্ট্যাটাস দিচ্ছেন কিনা। আর এসব বিষয় নিয়ে চলছে জোর চর্চা।

Facebook Comments Box

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com