শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে শর্তে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি ছবি মুক্তির অনুমতি

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   377 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে শর্তে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি ছবি মুক্তির অনুমতি

আমদানির মাধ্যমে উপমহাদেশের চলচ্চিত্র (হিন্দি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এই অনুমতির ফলে দেশের হলে হিন্দি ছবি প্রদর্শণ নিয়ে যে জটিলতা ছিল তার অবসান হল।

তথ্য ও সম্প্রচার ১০ এপ্রিল এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম। আদেশে বলা হয়, উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি সংক্রান্ত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের ভিত্তিতে বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর ২৫ (৩৬) (গ) উপ-অনুচ্ছেদের শর্ত প্রতিপালনপূর্বক বাংলাদেশী চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সাফটা ভুক্ত দেশ হতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার জন্য নিম্নোক্ত শর্ত সাপেক্ষে পরীক্ষামূলকভাবে নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হয়।

যেসব শর্তে দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশের ছবি মুক্তির অনুমতি পেল:

(ক) বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশকগণ উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার সুযোগ পাবেন।

(খ) উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র বাংলা সাবটাইটেলসহ পরীক্ষামূলকভাবে শুধু ০২ (দুই) বছরের জন্য রপ্তানির বিপরীতে আমদানি করার সুযোগ থাকবে।

(গ) প্রথম বছর ১০(দশ)টি বাংলাদেশী চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সমান সংখ্যক চলচ্চিত্র আমদানি করতে পারবে।

(ঘ) আমদানিকৃত উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শনের পূর্বে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ গ্রহণ করতে হবে।

(ঙ) বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর, ঈদ-উল আযহা ও দূর্গা পুজার সপ্তাহে এই আদেশ বলে আমদানীকৃত চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না।

সরকারি অনুমতি পাওয়ায় উচ্ছ্বসিত দেশের সিনেমা হল মালিক সমিতি। সন্তোষ প্রকাশ করে সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, এখন আর আমদানিতে সিনেমা আসতে কোনো সরকারি জটিলতা নেই। চলচ্চিত্রের ১৯ সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা প্রদর্শক সমিতির পক্ষ অফিসিয়ালি ধন্যবাদজ্ঞাপন পত্র পাঠাবো।

দেশে হিন্দি সিনেমার আমদানিতে বেশ ক’বছর ধরেই সরব ভূমিকায় সিনেমা হল মালিক সমিতি। সর্বশেষ বলিউডের আলোচিত ছবি ‘পাঠান’ মুক্তির অনুমতি পেতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেন। শুধু তাই নয়, সংবাদ সম্মেলন করে হিন্দি সিনেমা দেশে মুক্তির অনুমতি না পেলে হল বন্ধ করে দেয়ারও আল্টিমেটাম দেন

Facebook Comments Box

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com