শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের একমাত্র প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী, বললেন পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   422 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের একমাত্র প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী, বললেন পূর্ণিমা

চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ। ১৯৭৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনটিতে সহকর্মী ও ভক্তদের শুভকামনায় ভাসছেন এই তারকা। দিনটিতে দেশের আরেক সুন্দরী নায়িকা পূর্ণিমা মন্তব্য করে বসলেন-‘বাংলাদেশের একমাত্র প্রিয়দর্শিনী মৌসুমী।’। পুর্ণিমার মতে দেশে মৌসুমী ছাড়া আর কোনো প্রিয়দর্শিনী নেই।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে পেজে মৌসুমীর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে এই মন্তব্য করেন পূর্ণিমা। তিনি লিখেন ‘জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা মৌসুমি আপু। শুভ জন্মদিন আমাদের সবার প্রিয় মানুষ প্রিয় মুখ। বাংলাদেশ এর একমাত্র প্রিয়দর্শিনী। ’

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন মিষ্টি চেহারার নায়িকা মৌসুমী। ওই ছবিতে তার নায়ক ছিলেন প্রয়াত সুপারস্টার সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছিল তাদের দুজনেরই অভিষেক ছবি। প্রথম ছবিতেই পরিচালক-প্রযোজক ও দর্শকের নজর কাড়েন মৌসুমী।

তার আগে ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন।

‘অন্তরে অন্তরে’ ছবির অভিনয়ের পর ওমর সানীর সঙ্গে সম্পর্কে জড়ান। পরে ১৯৯৫ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গেই পরিণয়ে আবদ্ধ হন। তাদের রয়েছে এক ছেলে ফারদিন ও এক মেয়ে ফাইজাহ।

Facebook Comments Box

Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com