শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিম-রাজকে নিয়ে পরীমনির ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   443 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। বর্তমানে সন্তান রাজ্যকে নিয়েই সময় কাটছে তার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেত্রী। বুধবার (৯ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে পরীমনি স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক আইডিতে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন। যে পোস্টে চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন এবং পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন। পরীমনি একইসঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্ক বাণী দিয়েছেন। পোস্টের প্রথম লাইনেই চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে পরী লিখেছেন, রায়হান রাফি সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। ফেসবুক পোস্টটির পরের লাইনেই হালের জনপ্রিয় অভিনেত্রী মিমকেও কটাক্ষ করেছেন। মিমকে উদ্দেশ্য করে লিখেছেন, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। একই পোস্টে নিজের স্বামী রাজকে লক্ষ্য করেও তীর ছুড়েছেন।

তিনি  লিখেছেন, এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি। কি কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেন তা এখনও পরিষ্কার না। তবে নতুন ছবি দামালের প্রমোশনে রাজ-মিমের হাতধরা নিয়ে হিংসায় এমন আক্রমণাত্মক স্ট্যাটাস দিয়েছেন বলে ভক্তরা মনে করছেন। এর আগে ১৩ই অক্টোবর ফেসবুকে আরও একটি পোস্ট দেন পরী। পোস্টে তিনি লিখেন, সিয়ামকে সিনেমার বাইরে কোনও নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে। এরপরই একটি লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
Facebook Comments Box

Posted ৫:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com