শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘রাড়াঙ’ এর ২শ’ তম প্রদর্শনীতে মঞ্চে ফিরছেন চঞ্চল

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   407 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘রাড়াঙ’ এর ২শ’ তম প্রদর্শনীতে মঞ্চে ফিরছেন চঞ্চল

মঞ্চ নাটকে এখন চঞ্চল চৌধুরীকে দেখা যায় কালেভদ্রে। অথচ অথচ মঞ্চেই শুরু তার জীবন। ২০১৬ সালের ফেব্রুয়ারি শেষ দিকে আরণ্যকের ‘চে’র সাইকেল নাটকে সর্বশেষ মঞ্চে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এরপর প্রিয় নাট্যদলের হয়ে আর মঞ্চে উঠা হয়নি।

এবার জানা গেল আরণ্যকের হয়ে চঞ্চল চৌধুরী ফিরছেন মঞ্চে। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ‘রাড়াঙ’ নাটকের ১৯৯ ও ২০০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই নাটক নিয়েই মঞ্চে হাজির হবেন চঞ্চল ।

‘আরণ্যক’ তাদের শিল্পযাত্রার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে দলটি বছরব্যাপি নানা আয়োজনের পরিকল্পনা করেছে। এ আয়োজনের অংশ হিসেবে থাকছে ‘রাঢ়াঙ’ নাটকের মঞ্চায়ন। জানা গেছে, ‘রাড়াঙ’ নাটকে বেশ বিরতির পর মঞ্চে হাজির হবেন অভিনেতা শামীম জামান, আখম হাসান ও জয়রাজও।

মঞ্চে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, মামুন ভাইর [মামুনুর রশীদ] জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক উৎসবে আড়াই বছর আগে সর্বশেষ মঞ্চে অভিনয় করেছি। নানা কারণে আর অভিনয় করা হয়ে উঠেনি। দীর্ঘদিন পর মঞ্চে উঠবো ভেবে ভালই লাগছে।

এ অভিনেতা আরও বলেন, ‘মঞ্চ আমার কাছে স্বপ্নের জায়গা। এখান থেকেই ক্যারিয়ার শুরু। টেলিভিশন ও চলচ্চিত্রে ব্যস্ত হওয়ায় মঞ্চে অভিনয় কমে গেছে। মঞ্চে উঠছি না, তার মানে এই নয় যে মঞ্চের সঙ্গে আমার দুরত্ব আছে। আমি ‘আরন্যক’ নাট্যদলের দলের সক্রিয় সদস্য। এখন অভিনয়টা শুধু করা হয়ে উঠে না। তবে দলের পাশে সবসময় থাকি। প্রতিদিনের আপডেট আমার কাছে আছে। কবে কোন প্রোডাকশন হচ্ছে, নতুন নাটকের মঞ্চায়ন-সব খবরই রাখছি।

Facebook Comments Box

Posted ১:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com