শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নগর বাউল জেমস প্রধান আর্কষন

২৯ জুলাই শনিবার লং আইল্যান্ডের বেবিলন টাউন হলে বাংলাদেশ মেলা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   484 বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৯ জুলাই শনিবার লং আইল্যান্ডের বেবিলন টাউন হলে বাংলাদেশ মেলা

লং আইল্যান্ডের বেবিলন টাউন হলে অনুষ্ঠিত হবে বাংলাদেশিদের প্রথম মেলা। ২৯ জুলাই শনিবার দুপুর আড়াইটা থেকে মধ্যরাত অবধি চলবে এই মেলার নানা অনুষ্ঠান। এর প্রধান আর্কষন হচ্ছে নগর বাউল জেমস এর লাইভ কনসার্ট। বাংলাদেশ থেকে আগত অনেক নায়ক নায়িকা ও গায়ক গায়িকা এ মেলায় উপস্থিত থাকবেন। মেলায় ফ্রি এডমিশন, ফ্রি কনসার্ট ও ফ্রি পার্কি’র ব্যবস্থা থাকবে। র‌্যাফেল ড্র-তে থাকবে ব্রান্ড নিউ গাড়ি। মেলাটিকে স্মরণীয় ও আর্কষনীয় করে তুলতে গঠন করা হয়েছে একটি শক্তিশালী কমিটি। যার আহবায়ক হচ্ছেন মূলধারার রাজনীতিক, ফোবানার (একাংশ) চেয়ারম্যান ও জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ। সদস্য সচিব হিসেবে কাজ করছেন তরুন প্রজন্মের প্রতিনিধি রিয়াজ মাহমুদ। চীফ কো অর্ডিনেটর হিসেবে রয়েছেন কমিউনিটির পরিচিত মুখ ও রাজনীতিক গোলাম ফারুক শাহীন। কো কনভেনর হিসেবে রয়েছেন লায়ন আসেফ বারী টুটুল,মোহাম্মদ মহসীন, ডা: মাসুদুর রহমান,মিয়া আলীম পাখি ও তারেক হাসান খান। লং আইল্যান্ডে বাংলাদেশি মেলার আয়োজকদের পক্ষ বৃহস্পতিবার ২০ জুলাই জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেয়া হয়। এতে বক্তারা বলেন, লং আইল্যান্ডে প্রায় ২০ হাজার বাংলাদেশি পরিবার বসবাস করেন। তাদের দীর্ঘ পথ ও ট্রাফিক পাড়ি দিয়ে সিটিতে আসতে হয় বিভিন্ন মেলা ও অনুষ্ঠান দেখতে। এবার এ ধরনের অনুষ্ঠান লং আইল্যান্ড বাসীর দোড়গোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পারফম করবেন নতুন প্রজন্মের ক্রেজ নগর বাউল জেমস। আয়োজকদের ধারণা এই মেলায় প্রায় ৫ থেকে ৮ হাজার বাংলাদেশি অংশ নেবেন। বক্তারা বলেন, লংআইল্যান্ডে বসবাসরত বাংলাদেশি নতুন প্রজন্মেও কাছে দেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি বছর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ মেলায় মূলধারার নির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

 


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, মেলার কালচারাল ইভেন্টের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ রুমি ,জেবিবিএ’র সহসাধারন সম্পাদক মফিজুর রহমান ও জুবায়ের।

Facebook Comments Box

Posted ৩:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com