শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসাউ বাংলাদেশী কামিউনিটির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   468 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাসাউ বাংলাদেশী কামিউনিটির আত্মপ্রকাশ

 

লং আইল্যান্ডের নাসাউ কাউন্ট্রির বাংলাদেশীদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষে গত ৭ জানুয়ারি রোববার আত্মপ্রকাশ করেছে ৫৪ জন কার্যকারী সদস্য বিশিষ্ট নাসাউ বাংলাদেশী কামিউনিটি। রোববার হিক্স ভীলের একটি পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত নেতারাসহ কয়েকশত বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছিল রকমারি পিঠাপুলীর আয়োজন। নাসাউ কাউন্ট্রিতে বাস করেন প্রায় দশ থেকে পনেরো হাজার বাংলাদেশী। এসব বাংলাদেশীদের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধানকে আরও শক্তিশালী করার অংশ হিসাবে গত রবিার আয়োজন করা হয় পারিবারিক মিলন মেলার। সন্ধার পর অনুষ্ঠান স্থলে একে একে উপস্থিত হন নাসাউ কাউন্ট্রির বাংলাদেশীরা। অনুষ্ঠানটি ক্যাপ্টেন মোতাছির মিয়ার সভাপতিত্বে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আনন্দঘন এই আয়োজন নিয়ে কথা বলেন সংগঠনের নব-নিযুক্ত সভাপতি ক্যাপ্টেন মোতাছির মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শামিবুর রহমান (শামীম), এটর্নী মঈন চৌধুরী প্রধান উপদেষ্টা, ক্যাপ্টেন কারাম চৌধুরী প্রধান আইন উপদেষ্টা, বশিষে অতথিি হসিবেে উপস্থতি ছলিনে পলাশ হাাসান, হুমায়ন কবরি ওমনরি হোসনে। অন্যান্যরে মধ্যে ছলিনে মোঃ হাবিব, ফারুকী চৌধুরী,সোহলে খান বাপ্পী, সৈয়দ জাহদিুল ইসলাম, আমিনুল হক, মাহফুজুল আলম, জাহাঙ্গীর হোসেন ও শেখ ফরহাদ।

সহ বেশ কায়েক জন নেতা এবং অনুষ্ঠানটি ইঞ্জিনিয়ার মোঃ শামিবুর রহমান (শামীম) ও মোঃ সোহলে রানা চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানে নাচ, গান, গজল, শিশু বিষয়ক অনুষ্ঠান, ম্যাজিক শো সহ বাংলাদেশের সাংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠা-পুলীর আয়োজন করা হয়। এ ধরণের একটি পারিবারিক আয়োজনে অংশ নিতে পেরে খুব খুশি অনুষ্ঠানে আগত বাংলাদেশীরা এরপর নতুন কমিটির শপথ পাঠ করান ডেমোক্রেটিক পার্টির ডিট্রিক এট লার্জ এটর্নী মঈন চৌধুরী। তার বক্তব্যে তিনি এই ধরণের অনুষ্ঠানের প্রশংসা করেন। লং আইল্যান্ডের নাসাউ কাউন্ট্রিতে বাংলাদেশীরা বহু বছর থেকে বসবাস করেন। তারা বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করলেও একে অপরের বিপদে পাশে দাঁড়াতে এবং কমিউনিটিকে সামনে এগিয়ে নিতে এবার আবদ্ধ হলেন একই ছাতার নিচে। যার মধ্য দিয়ে সবার মাঝে এক সৌহাদ্ধ সম্পর্ক গড়ে উঠবে, একে অপরকে চিনবে জানবে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকরা। এরপর একের পর এক মনমুগ্ধকর পরিবেশনায় হিসভীলের পার্টি হলে অগত দর্শকরা আনন্দে মেতে ওঠেন। প্রথমে পিঠা-পুলী উৎসবের বিজয়ী-বিজয়ীনীদের ও নাজ, গান, গজল, শিশু বিষয়ক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ পুরস্কার ও সনদপত্র প্রদান করেন। পিঠা-পুলীর সমস্ত অনুষ্ঠান উপস্থাপন করেন উক্ত সংগঠনের মহিলা বিষয়ক সমন্বয়কারী মান্না মাহমুদ ছামা। এরপর শুরু হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ আকর্শন ছিল বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সংগীত শিল্পী নাজু আকন্দের গান। তিনি একের পর এক জনপ্রিয় গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন এবং অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করে স্থায়ানীয় সংগীত শিল্পী অর্নব আহম্মেদ আরিফ ও হাছিন আহম্মেদ। এরপর শুরু হয় বিশেষ আকর্শন ম্যাজিক্যাল শো। ইঞ্জিনিয়ার মোঃ শামিবুর রহমান (শামীম) এর একের পর এক মনমুগ্ধকর ম্যাজিক পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box

Posted ৮:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com