
বিনোদন ডেস্ক | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 520 বার পঠিত | পড়ুন মিনিটে
অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য অভিনেতা মাসুদ আলী খান ও শিমুল ইউসুফকে একুশে পদক দেওয়া হচ্ছে। এছাড়াও সংগীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরোণোত্তর) এবার একুশে পদক পাচ্ছেন। আর আবৃত্তিতে একুশে পদক পাচ্ছেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।
রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রসঙ্গত, একুশে পদক বাংলাদেশের বেসামরিক নাগরিকদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা। মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ১৯৭৬ সালে প্রথমবারের মতো একুশে পদক দেওয়ার প্রচলন শুরু হয়।
পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি আঠারো ক্যারেটের স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
Posted ২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩
nykagoj.com | Stuff Reporter