শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রংকসে বসবাসরত উল্লাপড়াবাসীদের অন্যরকম ঈদ আনন্দ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   677 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রংকসে বসবাসরত উল্লাপড়াবাসীদের অন্যরকম ঈদ আনন্দ

 

ঈদের দিনই উল্লাপাড়াবাসীদের মিলনমেলা অনুষ্ঠিত হলো ব্রংকসের ফেরি পয়েন্ট পার্কে। ঈদের দিন সাধারনত সবাই একে অপরের বাসায় গিয়ে কূশলাদি বিনিময় করেন। কিন্তু ব্রংকসে বসবাসরত সিরাজগঞ্জ জেলার উল্লাপাপাড়া উপজেলার প্রবাসীরা ছন্দ পতন ঘটালেন। ব্যতিক্রম আয়োজন করলেন পার্কের ভেতরে। অনেকে হয়তো ভাবতে পারেন মিনি পিকনিক। আয়োজক সংগঠক সিদ্দিকুর লিটন বললেন, বাসাবাড়িতে আমাদের সবারই দেখা হয়। কিন্তু ঈদের দিন ৩০ বা ৩৫টি ফ্যামিলি একসাথে বসে উৎসব করার মজাই আলাদা। বাসার ভেতরে গাঁদাগাদি করে ঈদ আনন্দ করার জন্য আমরা ঘরের বাইরে চলে এসেছি। রফিকুল ইসলাম রফিক বলেন,৩০-৩৫ জন ছেলেমেয়ে পার্কে একসাথে খেলাধুলায় মেতে উঠেছে। বাসায় অনুষ্ঠান করলে তারাতো এ সুযোগ পেতো না। আলী ইমাম বলেন, আয়োজকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সুন্দর আবহাওয়ায় ইস্ট রিভারের পাড়ে হোয়াইট স্টোন ব্রীজের কোল ঘেঁষে এ পার্কের মনোরোম দৃশ্যে সবাই বিমোহিত। ভাবিরাও ঈদের বিভিন্ন সাজে ছবি তুলতে পারছেন। কেউ কেউ চলে যাচ্ছেন নদীর পাড়ে ছবি তুলতে। গান, ভুরি ভোজন, আড্ডা ও দেশের স্মৃতিচারণে মশগুল সবাই।

 


ব্রংকস্থ প্রবাসী উল্লাপাড়াবাসীদের মধ্যে অংশ নিয়েছিলেন রফিকুল ইসলাম,হাসান আলী,সিদ্দিকুর রহমান লিটন,জামান পাটোয়ারি,কালাম হোসেন,শফিকুল ইসলাম,রেজাউল করিম,শাহিন ইসলাম,কামরুল জামান,জাকির রেজা মোহাম্মদ ইমাম, আবু সেলিম রেজা,মিলন কবির,মোখলেছুর রহমান লেবু,ফিরোজ আহমেদ,সরোয়ার হোসেন,আশরাফুল ইসলাম,আকলিমা খাতুন, আফরোজা ইসলাম,শফিকুল ইসলাম,টিপু সুলতান, সেরাজুল ইসলাম ও মনোয়ারুল ইসলাম। আনন্দ মেলার শেষ লগ্নে অতিথিদের চা দিয়ে আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২২ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com