
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ মে ২০২৪ | প্রিন্ট | 159 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কের গরীবদের জন্য মাত্র ১৫ ডলারে ইন্টারনেট সার্ভিস আসছে। করোনা-১৯ মহামারি চলাকালীন সময়েই দরিদ্র জনগোষ্ঠীর জন্য অল্প খরচে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছিল নিউইয়র্ক স্টেট। কিন্তু আপত্তি উঠে ইন্টারনেট কোম্পানীগুলোর কাছ থেকে। তাদের যুক্তি ১০ বা ১৫ ডলারে এই সেবা দেয়া সম্ভব নয়। স্টেট তাদের সিদ্ধান্তে অনড় থাকায় তারা আদালতের আশ্রয় নেয়। টানা ৩ বছর আইনী লড়াইয়ের পর মাননীয় আদালত দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে রায় দিয়েছেন। রায় অনুসারে, দরিদ্র মানুষেরা প্রতিমাসে ১৫ ডলারের বিনিময়ে ইন্টারনেট সুবিধা পাবেন। এই রায় অমান্য করলে কোম্পানীগুলোর বিরুদ্ধে মামলা করা যাবে।
আমেরিকায় অনেক পরিবার রয়েছে যারা তাদের সন্তানদের লেখাপড়ার সহায়তায় ও বাসায় ইন্টারনেট সার্ভিস কিনতে পারেন না। বর্তমানে শুধূ ইন্টারনেট সার্ভিসের গড় খরচ মাসে ১০০ ডলারের কাছাকাছি। অতীতে এ সার্ভিসকে বিলাসিতার বিবেচনায় দেখা হতো। কিন্তু বর্তমানে ইন্টারনেট নিত্য দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে পড়েছে। স্টেটের তথ্যানুসারে, নিউইয়র্কেই প্রায় ১৩ লাখ মানুষ ইন্টারনেটের খরচ মেটাতে পারছেন না। তারা বিভিন্ন স্টোর, লাইব্রেরী কিংবা পাবলিক প্লেসে গিয়ে ওয়াইফাই সেবা গ্রহন করছেন।
Posted ২:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০২৪
nykagoj.com | Monwarul Islam