শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শো টাইম মিউজিক আয়োজিত বছরের বৃহৎ ও জমকালো পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   214 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শো টাইম মিউজিক আয়োজিত বছরের বৃহৎ ও জমকালো পিঠা উৎসব

বছরের বৃহৎ ও জমকালো পিঠা উৎসব অনুষ্ঠিত হলো গত রোববার ১৫ জানুয়ারি। প্রচন্ড শীতকে আলিঙ্গন করে কুইন্সের কুইন্স প্যালেসে শীত পার্বনের উৎসবে যোগ দেন নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। হলের ভিতর পিঠা ও গানের পিপাসু মানুষের পদভারে দাঁড়ানোর মতো যায়গাও ছিল না। অনেকে স্থান সংকলানের অভাবে সটকে পড়েন। মধ্যরাত অবধি পিঠা ও গানের আস্বাদন নিয়ে বাসায় ফেরেন প্রবাসীরা। আর এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। প্রতি নিয়ত বাংলাদেশি শিল্প ও সাহিত্য নিয়ে অনুষ্ঠান করেন আলমগীর খান । বেশ কিছু অনুষ্ঠানে দর্শকের খড়াও পড়ে। মান নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে ঝুড়ি ভর্তি কথিত পদক বিতরনে সমালোচনার মুখোমুখিও হন তিনি। কিন্তু গত রোববারের পিঠা উৎসবে আলম সফলতার পরিচয় দিয়েছেন। নির্দ্বিধায় বলা যায়, অতিথি ও দর্শক উপস্থিতির বিবেচনায় বছরের সেরা পিঠা উৎসব প্রবাসীদের উপহার দিয়েছেন। পিঠা খাওয়া ও প্রবাসের শিল্পীদের গাওয়া গান শ্রবনে ভিন্ন এক মাত্রা যোগ হয়েছিল কুইন্স প্যালেসে।


বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া হল ভর্তি মানুষের করতালির মধ্যে শো টাইম মিউজিক আয়োজিত পিঠা উৎসব উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফোবানার (একাংশ) চেয়ারম্যান ও জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ ও কমিউনিটির পরিচিত মুখ এটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী,বিশিষ্ঠ রিয়েলটর সারোয়ার খান বাবু,রাজনীতিক এম এন হায়দার মুকুট, সোসাইটির কোষাধ্যক্ষ নওশেদ হোসেন ও সোসাইটির কর্মকর্তা মাইনুল উদ্দিন মাহবুব । এই পিঠা উৎসবের টাইটেল স্পন্সর ছিলেন রিয়েল স্টেট ইনভেস্টর নুরুল আজিম।

Facebook Comments Box

Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com