
সারাদেশ ডেস্ক | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 55 বার পঠিত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাঁকড়া আটকে ২৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে ফারুক হোসেন নামের এক বনকর্মীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কাঁকড়া ব্যবসায়ী মাহাবুব হোসেন রেঞ্জ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
মাহাবুব জানান, কয়রার জোড়শিং এলাকা থেকে ১২৫ কেজি কাঁকড়া কিনে তিনি বুড়িগোয়ালীনি ফিরছিলেন। কোবাতক স্টেশনের সামনে পৌঁছালে সেখানকার ইনচার্জ ফারুক হোসেন তাকে থামতে বলেন। এ সময় কাঁকড়া কেনার কাগজ দেখতে চান তিনি। কিন্তু কাগজ না থাকায় বনকর্মী মোটরসাইকেল ও কাঁকড়াসহ আটক করেন। পরে ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা হাতিয়ে নেন ওই বনকর্মী।
এ বিষয়ে কোবাতক স্টেশন ইনচার্জ ফারুক হোসেন জানান, আমাকেও রেঞ্জ অফিসে যেতে বলা হয়েছে। তবে কারোর কাছে থেকে টাকা নেওয়া হয়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, বিষয়টি জানতে পেরে অভিযোগকারী মাহাবুব হোসেনকে মঙ্গলবার বিকেলে রেঞ্জ কার্যালয়ে আসতে বলা হয়েছে। অভিযুক্ত বনকর্মীও থাকবেন। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
nykagoj.com | Stuff Reporter