
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 247 বার পঠিত
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে অতি পরিচিত মুখ শাহীন আক্তার আহমেদ মৌ (৫৭) আর নেই (ইন্নালিল্লাহে—-রাজেউন)। বৃহস্পতিবার ভোর রাতে বেলভিউ হাসপাতালে মৃত্যুবরন করেছেন। উচ্চ রক্তচাপ ও মস্তিস্কে অতিরিক্ত ক্ষরণে তার এই অকাল মৃত্যু। কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা আপ্রান চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেননি।
ফটো ক্রেডিটঃ নিহার সিদ্দিকী
মৌ নিউইয়র্কের বিশিষ্ঠ গ্যাস্ট্রোনলোজিস্ট ডা. সারওয়ারুল হাসানের ব্যক্তিগত স্টাফ ছিলেন। তার নেতৃত্বে প্রকাশিত দেশবাংলা ও বাংলাটাইমস পত্রিকায় দীর্ঘদিন মৌ কাজ করেছেন। অতিপরিচিত ও সদা হাসি এ মুখের অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মৌকে কোনি আইল্যান্ডের আল রায়ান মুসলিম ফিউনারেলে রাখা হয়েছে। তার নামাজে জানাজা শুক্রবার ৩ ফেব্রুয়ারি বাদ জুম্মা জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ বাংলাদেশে গ্রামের বাড়ী মানিকগঞ্জে পাঠানো হবে। সেখানে তার ভাইবোন রেয়েছে। মৌ ব্যক্তিগত জীবনে বিধাবা ছিলেন। মৌ ২০১৫ সালে আমেরিকায় আসেন। বসবাস করতেন জামাইকাতে। কমিউনিটির বিভিন্ন অনুষ্টানে তার উপস্থিতি ছিল নিয়মিত। নিউইয়র্কে ডা, সারওয়ারুল হাসানের ক্লিনিকে তিনি কাজ করতেন। বলা যায়, তার অভিভাবক ছিলেন ডা. হাসান। প্রতিবেদকের সাথে আলাপকালে ডা. হাসান বলেন, তার মৃত্যুতে আমি একজন সার্বক্ষনিক কর্মি হারালাম। তার জন্য সকলের কাছে দোয়া চাইছি।
Posted ৯:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam