
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 229 বার পঠিত | পড়ুন মিনিটে
জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। তার মা তাহমিদা বেগম পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ছিলেন। এর আগে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর । পিএসসির চাকুরীর মর্যাদায় তিনি সরকারি বাড়ি ও ড্রাইভার সহ গাড়ি পাবার যোগ্য। তাহসানের মা যে সরকারি গাড়িটি ব্যবহার করতেন তার ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। পিএসসি’র প্রশ্নপত্র ফাঁস ও দূর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি। সারাদেশে তার দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে। জড়িয়ে পড়েছে তাহসানের মা ও তার নিজের নাম। সোশাল মিডিয়ায় তাহসান সম্পর্কে নানা খবর আসছে। বিসিএস পরীক্ষায় মায়ের বদৌলতে তাহসান প্রথম হয়েছিলেন বলেও অনেকে লিখছেন। তাহসান এখন নিউইয়র্কে অবস্থান করছেন। মা,মায়ের ড্রাইাভার ও নিজের সম্পর্কে নানা খবর বের হওয়ায় তিনি বিব্রত।
গতকাল বুধবার তাহসান একটি বিবৃতি দিয়েছেন। তা শো টাইম মিউজিকের আলমগীর খান আলম ফেসবুক স্ট্যাটাসে প্রকাশ করেছেন। তাহসান বলেছেন, সৈয়দ আবেদ আলী পিএসসির যে চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন তা নিয়ে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। এই ড্রাইভার আবেদ আলী মায়ের অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন। তিনি আমার মায়ের ড্রাইভার নন।
আর বিসিএসের পুরো বিষয়টিই ভুয়া। আমি কখনোই বিসিএস পরীক্ষা দেইনি। তার আগেই আমার লাইফ এস্টাবলিশড। সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না।
Posted ৩:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
nykagoj.com | Monwarul Islam