
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ জুন ২০২৪ | প্রিন্ট | 149 বার পঠিত | পড়ুন মিনিটে
সিনেটে আবারো ইমিগ্রেশন বিল বাতিল হলো। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও ইমিগ্রেশন ইস্যুতে সিনেটে একটি বাইপার্টিজান ইমিগ্রেশন বিল উত্থাপন করা হয় গত ফেব্রয়ারিতে। বিলের মূল বিষয় ছিল যুক্তরাষ্ট্রের সীমান্ত পথে অনুপ্রবেশ বন্ধ ও রেড এলার্ট ঘোষণা করা। সীমান্তে অবস্থানরত ৩ লাখ বিদেশি যাতে অবৈধভাবে প্রবেশ করে নিজেদের এসাইলাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে না পারে তা ছিল মূল টার্গেট। এই বিল পাস হলে প্রেসিডেন্ট সীমান্তে রেড এলার্ট ঘোষণা করে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে পারতেন। সিনেট রিপাবলিকানরা ও কয়েকজন ডেমোক্র্যাট গত ২৩ মে বৃহস্পতিবার দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র -মেক্সিকো সীমান্তে এসাইলাম দাবিকৃত অভিবাসীদের সংখ্যা কমানোর এ বিল আবারো বাতিল করেছে। বাইপার্টিজান গ্রæপের সদস্য সিনেটর সেন্স জেমস ল্যাঙ্কফোর্ড (রিপাবলিক্যান), সিনেটর ক্রিস মারফি (ডেমোক্র্যাট) এবং সিনেটর ক্রিস্টিন সিনেমা (স্বতন্ত্র) যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে বিলটি সিনেটে উপস্থাপন করেছিলেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তর জাতীয় নিরাপত্তা পরিপূরকের অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিম সীমান্ত বন্ধ করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে জরুরী ক্ষমতা প্রদান করে বিলটি উপস্থাপন করা হয়। গত ২৩ মে বৃহস্পতিবার বেশিরভাগ সিনেট ডেমোক্র্যাট সীমান্ত বিলের উপর বিতর্ক শুরু করার জন্য পদ্ধতিগত ভোটকে সমর্থন করেন। কিন্তু এটি ৪৩-৫০ ভোট বাতিল হয়। বিলটি এগিয়ে যাওয়ার জন্য ৬০ ভোটের দরকার ছিল।
দুই দলের সিনেটরদের দ্বারা উপস্থাপন করা এই বিলটি গত ফেব্রæয়ারিতে ইউক্রেন, ইজরায়েল এবং অন্যান্য মার্কিন মিত্রদের জন্য একটি বিদেশী সহায়তা প্যাকেজের সাথে যুক্ত ছিল এই বিলটি। অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তা এই বছরের নির্বাচনের অন্যতম প্রধান বিষয় হয়ে হয়ে উঠেছে। আগামী নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ইমিগ্রেশন ইস্যুটি প্রাধান্যভাবে। ডেমোক্র্যাটরা তা নিয়ে ভীষন চাপের মধ্যে রয়েছে। বাইডেনের গত সাড়ে ৩ বছরের শাসনামলে প্রায় ৫ লঅখ অবৈধ অভিবাসী সীমান্ত পথে প্রবেশ করেছে। যা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ভাষনৈ এই বিলের বিরোধিতা করেছেন। এর পরপরই হাউস স্পিকার মাইক জনসন বিলটিকে ‘মৃত’ বলে অভিহিত করেছেন। ভোটে বিলটি প্রত্যাখাত হলে সিনেট মেজোরিটি লিডরি চ্যাক শুমার বলেছেন, এতে প্রমানিত হলো রিপাবলিকানরা সীমান্ত সম্যার সমাধান চায় না। তারা ইস্যুটি নিয়ে নির্বাচনী মাঠ গরম করতে চায়।
সিনেট রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেছেন, আমরা প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদ শেষের কাছাকাছি চলে এসেছি । দক্ষিণ সীমান্ত সুরক্ষিত করতে আমেরিকান জনগণের ধৈর্য ধরার আহবান জানাচ্ছি।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস গত ২৭ মে সোমবার বলেছেন, এই বিলে এসাইলাম প্রক্রিয়াকে দ্রæত সম্পন্ন এবং কঠোর করার প্রস্তাব ছিল। প্রেসিডেন্ট অবৈধদের বহিষ্কারে অধিকতর ক্ষমতা পেতেন। সীমান্ত সমস্যাকে জিইয়ে রেখে রিপাবলিকানরা রাজনীতি করতে চায়। চারজন ডেমোক্র্যাট এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সও বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।
Posted ১০:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪
nykagoj.com | Monwarul Islam