সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকানরা গেল বছরের তুলনায় অধিক ট্যাক্স রিফান্ড পাবেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   164 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমেরিকানরা গেল বছরের তুলনায় অধিক ট্যাক্স রিফান্ড পাবেন

 

২০২৪ সালে আমেরিকানরা গতবারের তুলনায় অধিক ট্যাক্স রিফানন্ড পাবেন। ২০২৩ সালে ইনফ্লেশনের কারনে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) নতুন ট্যাক্স ব্রাকেট তৈরি করেছে। ট্যাক্স বিশেষজ্ঞরা বলছেন, এ কারনে গেল বছরের তুলনায় রিফান্ড বেশি পাওয়া যাবে। আগামী মঙ্গলবার ২৯ জানুয়ারি থেকে ট্যাক্স সিজন শুরু হচ্ছে। তা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

জ্যাকসন হুইটস এর চীফ ট্যাক্স ইনফরমেশন অফিসার মার্ক স্টেবার বলেছেন, গতবারের তুলনায় ২০২৪ সালে ট্যাক্স ফাইলে আমেরিকানরা কমপক্ষে শতকরা ১০ ভাগ বেশি রিটার্ন পাবেন। এভাবেই আইআরএস ট্যাক্স ব্রাকেট তৈরি করেছে। ২০২২ সালের ট্যাক্স ফাইলে ২০২৩ সালে সবাই ২০২১ সালের তুলনায় শতকরা ৩ ভাগ কম রিটার্ন পেয়েছিলেন।
ইনফ্লেশনের কারনে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। ইনফ্লেশন ও জনগনের আয়ের সমন্বয় ঘটাতে নতুন ইনকাম ব্রাকেট তৈরি করেছে আইআরএস। মার্ক স্টেবার সিবিএস মানিওয়াচকে বলেছেন, গেল বছরের তুলনায় সর্বোচ্চ ১০ ভাগ বেশি ট্যাক্স রিটার্ন পাওয়া যাবে।ডিপার্টমেন্ট অব লেবার পরিসংখান অনুসারে ২০২৩ সালে জনগনের আয় বেড়েছে গড়ে শতকরা ৫.৫ ভাগ। অথচ ইনফ্লেশন ছিল শতকরা ১৫ ভাগের উপরে। এ কারনে আইআরএস ইনকাম সমন্বয় এনেছে ট্যাক্স ব্রাকেটে। মধ্যবিত্ত ও নি¤œ আয়ের মানুষেরা এ বছর বেশি পরিমানে ট্যাক্স রিটার্ন পাবেন। ট্যাক্স রিটার্নের অর্থ প্রত্যেক পরিবারেই এক্সট্রা অর্থের সংযোজন ঘটাবে।
সোলার সিস্টেম যারা বাড়ী সংযোজন করেছেন সে সব বাড়ির মালিকরা এবার বড় ধরনের রিটার্ন পাবেন। হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি যারা কিনেছেন তারাও বড় ধরনের রিটার্ন পাবেন বলে ধারনা করা হচ্ছে।

সন্তানসহ নি¤œ আয়ের জনগোষ্ঠীও বড় ধরনের ট্যাক্স রিটার্ন পাবেন। এক্ষেত্রে তারা গতবারের আর্নন্ড ইকাম ট্যাক্স ক্রেডিট ৬৯৩৫ ডলারের চেয়ে এবার ৭৪৬০ ডলার পাবেন। গত বছর প্রতি সন্তানের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ১৬০০ ডলার। এবার তা বেড়ে হচ্ছে ১৮০০ ডলার।
২৯ জানুয়ারি শুরু হচ্ছে ট্যাক্স ফাইলিং। সাধারনত ট্যাক্স ফাইল করার ৩ সপ্তাহ পর জনগন ট্যাক্স রিটার্ন পেতে শুরু করেন। ইলেকট্রনিক ফাইল ও ব্যাংক ডিপোজিট অপশন গ্রহন করলে দ্রুত অর্থ পাওয়া যায়। পোস্টাল মেইলে চেক পেতে একটু বেশি সময় লাগে।

Facebook Comments Box

Posted ১০:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com