বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যাকসন হাইটসে মারা গেলেন কুমিল্লার মোস্তফা ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   263 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্যাকসন হাইটসে মারা গেলেন কুমিল্লার মোস্তফা ভূঁইয়া

 

বাংলাদেশের কুমিল্লার চান্দিনা উপজেলার মোস্তফা ভূঁইয়া (৭০) জ্যাকসন হাইটসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ৭৩ স্ট্রিটস্থ মসজিদের মধ্যে তিনি মারা যান। তিনি নিউইয়র্কে একাই বাস করতেন। স্থায়ী কোন ঠিকানাও ছিল না। জ্যাকসন হাইটস এলাকায় ঘুরে বেড়াতেন। দেশে ছেলে মেয়ে রয়েছে। ৭৩ স্ট্রিটের মসজিদে নিয়মিত নামাজ পড়েন। গত বুধবার তিনি মাগরিবের নামাজ পড়তে৭৩ স্ট্রিটের বায়তুল হিদাইয়া মসজিদে যান। বাথরুমে প্রবেশের পর আর বের হতে পারেন নি। ধারনা করা হচ্ছে হার্ট অ্যাটাকে মারা গেছেন। এশার নামাজের সময় মুসুল্লিরা টের পান বাথরুমের দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ। তারা ভবনটির সুপারকে খবর দেন। কোন সাড়া শব্দ না পেয়ে ৯১১ কল করা হয়। পুলিশ এসে দরজা ভেংগে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে তার নামাজে জানাজা ৭৩ স্ট্রিটের মসজিদেই অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী আজকালকে বলেন, সোসাইটি মোস্তফার জন্য কবর প্রদান করবে। শুক্রবার নিউজার্সিস্থ মালব্যরো মুসলিম কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
একটি সূত্র প্রতিবদককে জানান, মোস্তফা কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলেন। পারিবারিক অনেক সমস্যা ছিল। অল্প কিছুদিন থেকেই নিউইয়র্কে ফিওে আসেন। নিউইয়র্কে সোশাল সিকিউরিটি গ্রহন করতেন। একটি হোম কেয়ারের সেবায় ছিলেন তিনি। এতে কিছু অর্থও পেতেন। তা দিয়ে দিনাতিপাত করতেন। তবে তার ব্যাংক একাউন্টে বেশ কিছু অর্থ থাকতে পারে।

Facebook Comments Box

Posted ৯:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com