
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট | 198 বার পঠিত | পড়ুন মিনিটে
আমেরিকান ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশি (আটাব) ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হলো কুইন্সের জ্যাকসন হাইটসে। গত শুক্রবার ১০ মে নবান্ন পার্টি হলে সংগঠনের সভাপতি সেলিম হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারন সম্পাদক মাসুদ মোর্শেদ। পুর্নমিলনীকে সফর করতে ওয়ার্ল্ড ট্রাভেলস এর প্রেসিডেন্ট শামসুদ্দিন বশীরকে আহবায়ক করে একটি কমিটিও গঠন করা হয়েছিল।
শুক্রবার রাত ৯টায় অনুষ্ঠান শুরু হলেও তা চলে মধ্যরাত অবধি। এতে সংগঠনের সদস্যরা ট্রাভেল ব্যবসার সংকট, করনীয় ও সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ আলোচকদের মধ্যে ছিলেন বরকত আলী,জাফর ফেরদৌস,বেলায়েত হোসেন বেলাল,এএসএম উদ্দীন পিন্টু, মাসুদ রানা তপন, নজরুল ইসলাম,খান মোহাম্মদ রেদোয়ান, এমকে রহমান মাহবুব, মাহবুবুর রহমান,শামসুল তালুকদার,জাকির হোসেন বাচ্চু,শ্যামল তালুকদার, সালাহউদ্দীন শরীফ ও মোহাম্মদ আলী।
অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের সাবেক সভাপতি ও সঞ্চালকের মধ্যে মৃদু বাদানুবাদ হয়। তবে তা বেশিদূর গড়ায় নি। রাতে ডিনার পরিবেশনার মদ্যদিয়ে সৌহার্দপূর্ন পরিবেশে ঈদ পুর্নমিলনীর সমাপ্তি ঘটে।
Posted ৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪
nykagoj.com | Monwarul Islam