
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ মে ২০২৪ | প্রিন্ট | 244 বার পঠিত | পড়ুন মিনিটে
২০৩৫ সাল নাগাদ সোশাল সিকিউরিটি বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে। অর্থ সংকটের কারনে বেনিফিট গ্রহিতারা পুরো অর্থ পাবেন না। পাশাপাশি বন্ধ হতে পারে মেডিকেয়ার বেনিফিট। সোমবার ৬ মে ফেডারেল কর্মকর্তারা বলেছেন, সোশাল সিকিউরিটির কম্বাইন্ড রিজার্ভ আগামী ১ দশকেই শেষ হয়ে যেতে পারে। তারা বলেছেন, কংগ্রেস যদি আর্থিক বরাদ্দে এগিয়ে না আসে তবে শতকরা ১৭ ভাগ বেনিফিসিয়ারিকে অর্থ দেয়া সম্ভব হবে না। অর্থাৎ সোয়া কোটি আমেরিকানের সোশাল সিকিউরিটি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র ৮৩ ভাগ মানুষকে এ বেনিফিট দেয়া সম্ভব।
সোশাল সিকিউরিটি কমিশনার মার্টিন ও’ ম্যাালি অবশ্য বলেছেন, ফান্ড ঘাটতি ২০৩৪ সালেই হবার কথা ছিল। কিন্তু স্বল্প বেকারত্ব,ওয়েজ গ্রোথ ও শক্তিশালী অর্থনৈতিক পরিস্থিতির কারনে আরও ১ বছর কোন সমস্যা হবে না। কিন্তু ২০৩৫ সালের আগেই এ ঘাটতি পূরনে কংগ্রেসকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ৭ কোটি আমেরিকান সোশাল সিকিউরিটি বেনিফিট গ্রহন করে থাকেন। আর ১৮ কোটি আমেরিকান ও তাদের পরিবারের কর্মজীবি সদস্যরা এই ফান্ডে অর্থ রাখছেন। কর্মজীবি মানুষেরা তাদের বেতন/আয়ের শতকরা ৬.২ ভাগ অর্থ সোশাল সিকিউরিটি খাতে প্রদান করেন। ১.৪৫% প্রদান করেন মেডিকেয়ার খাতে। এ অর্থই পানঅবসরে যাওয়া সিনিয়ররা। তারা মারা গেলে স্ত্রী ও সন্তানরাও এ বেনিফিট পেয়ে থাকেন।
বয়স্কদের সবচেয়ে প্রয়োজনীয় বেনিফিট হচ্ছে মেডিকেয়ার। এ ফান্ডও ২০৩৬ সাল নাগাদ ঘাটতিতে পড়বে। এ কারনেই আগ থেকে কংগ্রেসকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য আহবান জানিয়েছেন সোশাল সিকিউরিটি কমিশনার।
সোশাল সিকিউরিটি বেনিফিট শুরু হয় ন্যূনতম ৬২ বছর বয়স থেকে। তবে বেনিফিট ৬৫ বা ৬৭ বছর থেকে নেয়া শুরু করলে প্রাপ্ত অর্থের পরিমান আরও বাড়ে। যুক্তরাষ্ট্রের নাগরিকরাই শুধু সোশাল সিকিউরিটি বেনিফিটের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এ বেনিফিটের পরিমান প্রতিমাসে ৫১ ডলার থেকে ৪,৮৭৩ ডলার পর্যন্ত হতে পারে। তবে এ বেনিফিট পেতে নির্দিষ্ট সংখ্যক ওয়ার্ক ক্রেডিট অর্জন করতে হয়। যা ন্যূনতম ৪০ ক্রেডিট। বেনিফিট নির্ধারিত হয় কত বছর কাজ করলেন ও সোশাল সিকিউরিটি ট্যাক্স কত প্রদান করা হলো। বেশি ইনকামের লোকজন বেশি ট্যাক্স প্রদান করে থাকেন। তাদের বেনিফটও বেশি হয়।
Posted ২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪
nykagoj.com | Monwarul Islam