মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রংকস বাংলাদেশিদের ইফতারে নিউইয়র্ক সিটি মেয়র এডামসঃ মুসলিম আমেরিকানদের ভোটার হবার আহবান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   318 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রংকস বাংলাদেশিদের ইফতারে নিউইয়র্ক সিটি মেয়র এডামসঃ মুসলিম আমেরিকানদের ভোটার হবার আহবান

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস লাখ লাখ মুসলিম আমেরিকানকে ভোটার রেজিস্ট্রেশন করতে আহবান জানালেন। তিনি বলেন, নিজেরাই নিজেদের শক্তিশালী করবেন যখন ভোটাধিকার প্রয়োগ করবেন । নেতা নির্বাচন করবেন। যারা আপনাদের জন্য কথা বলবে। আপনাদের হয়ে কাজ করবে। । এতে মুসলিম কমিউনিটি শক্তিশালী হবে। তিনি স্থানীয় মসজিদগুলোর প্রতি আহবান জানান ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সহায়তা করার জন্য। মেয়র শনিবার ১ এপ্রিল ব্রংকস বাংলাদেশি মুসলিম কমিউনিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন। ব্রংকসের পার্কচেষ্টারস্থ পিএস ১০৬ স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মেয়র অফিসের প্রধান এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার। বক্তব্য রাখেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জ্যাকি ও  কমিউনিটি একটিভিস্ট  এম এন মজুমদার। পরিচালনা করেন ডিটেকটিভ মাসুদ রহমান ও কমিউনিটি লিডার এম ইসলাম মামুন।

মেয়র এরিক এডামস বলেন, রমযান মাসে সিটির ৫টি ব্যরোতেই ইফতার পার্টিতে অংশ নেব। প্রথম অংশ নিলাম বাংলাদেশি কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে। বাংলাদেশিরা আমার নতুন বন্ধু নয়। পূরনো বন্ধু। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যখন মুসলিম ব্যান্ডের ঘোষণা দিয়েছিল তখন আমি ব্রুকলিন ব্যরোর প্রেসিডেন্ট ছিলাম। ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে অনেক প্রতিবাদ সভা করেছি। বাংলাদেশিদের সাথে অতীতে ছিলাম । এখনও আছি। ভবিষ্যতেও থাকবো। আর আমার অফিসের প্রধান এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশারইতো বাংলাদেশি।

ব্র্রংকসের পিএস ১০৬ স্কুলটির হলরুমে প্রায় ৩ শতাধিক বাংলাদেশি ইফতারে অংশ নেন। সুশৃংখলিত অনুষ্ঠান দেখে মেয়র অফিসের স্টাফরা উচ্ছসিত প্রসংশা করেন। মেয়রের অন্যান্য কমিউনিটির অনুষ্ঠানের মতো বিশৃংখলা ও ছবি তোলার জন্য হুরোহুড়ি ছিল না। ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আব্দুস শহীদ, খলিলুর রহমান,আব্দুর রহিম বাদশা,আব্দুল চৌধুরী জাকির, মোহাম্মদ আলী,জামাল হোসেন,আব্দুল খালেক,খবির উদ্দীন ভূইয়া, মোহাম্মদ কবির,রুমানা আহমেদ,সারোয়ার চৌধুরী, জামাল চেয়ারম্যান,ইফতি চৌধুরী, কাজি হাসান, আরিফ রেজা, রেজা আব্দুল্লাহ, আবুল ইয়াহিয়া কাশেম, হাসান আলী, রোকন হাকিম,ইমরান রন শাহ,মীর শাহাব উদ্দিন, তুষার পিক, ইব্রাহিম বার ভূইঁয়া,শামীম মিয়া, শামীম আহমেদ, মাসুদুল কবির,মনজুর চৌধুরী জগলু,মাহবুবুল আলম, মুকিত চৌধুরী,আবুল হাশেম হাসনু,জুনেদ চৌধুরী,আলা উদ্দীন,সাব্বির গুল,শাহিনুর,সামাদ মিয়া,সৈয়দ পাভেল,নুরে আলম জিকু,দিদার চৌধুরী,কামরুজ্জামান শামীম,স্বপন তালুকদার,রবিউজ্জামান কাজি ও শেখ আল মামুন।
মেয়র বাংলাদেশিদের দ্বারা পরিচালিত স্থানীয় ৫টি মসজিদকে সন্মাননা প্রদান করেন। মসজিদগুলো হচ্ছে পার্কচেষ্টার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ,পার্কচেষ্টার ইসলামিক সেন্টার,নর্থ ব্রংকস মসজিদ ও বায়তুল আমান ইসলামিক সেন্টার।

Facebook Comments Box

Posted ২:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com