শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজকাল সম্পাদক শাহ নেওয়াজের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   394 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজকাল সম্পাদক শাহ নেওয়াজের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ এবং রানো নেওয়াজ এর উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে কমিউনিটির ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাওলানা ড. সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরী বাংলাদেশি কমিউনিটি, মুসলিম সম্প্রদায়সহ বিশ্ব সম্প্রদায়ের কল্যাণে দোয়া খায়ের করেন। তিনি বলেন, এই মিলাদ মাহফিলের বদৌলতে আল্লাহ নিশ্চয়ই আমাদের সকলের গুণাহ মাফ করে দেবেন। আমাদের আত্মীয়-স্বজন ও বাবা মা সহ যারা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদের বেহেস্তে নসিব করেন। শাহ নেওয়াজ দম্পতি প্রতিমাসেই তাদের কুইন্স বাসভবনে এই ধরনের ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকেন। গত শুক্রবারে অনুষ্ঠিত এ মাহফিলে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

 
গত শুক্রবার ১৫ সেপ্টেম্বর মাগরিবের নামাজের পর এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে আয়োজিত বারবিকিউ পার্টিতে কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অংশ নেন। মিলাদ মাহফিলে অংশগ্রহনকারিরা উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন মোহাম্মদ আলী, আমিন মেহেদি, আহসান হাবিব, কাজী আযম, ফিরোজ আহমেদ,ফকরুল ইসলাম দেলোয়ার, আকাশ রহমান, ময়নুজ্জামান চৌধুরী,এলিন রহমান, নাজমুল আহসান,মনোয়ারুল ইসলাম, ফরিদ আলম, সাহাবুদ্দিন সাগর,নুরুল আজিম, আলমগীর খান আলম, আব্দুর রশীদ বাবু, আবু বকর সিদ্দিক, মোস্তফা অনিক রাজ, বেলাল হোসেন, শাহ জে চৌধুরী, শাহনাজ বেলি,মো: আলম নমি, মফিজুর রহমান, শফিউদ্দীন, আব্দুল কাদের, নাফিযা, রাসেল, সুলতানা বেগম, রিজিয়া পারভিন, মারিয়া, কামরুজ্জামান বকুল ও এন এস এম মইনুল ইসলাম সজল।

Facebook Comments Box

Posted ৬:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com