
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 432 বার পঠিত | পড়ুন মিনিটে
মানবাধিকার কর্মি শহিদুল ইসলাম তালুকদার আর নেই। শুক্রবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন বিশিষ্ট লেখক ড. রফিকুল ইসলাম। তিনি ছিলেন বিশিষ্ট লেখক, কলামিস্ট, মানবধিকার কর্মী ও সাউথ এশিয়া ওয়াচ হিউম্যান রাইটস নিউইয়র্কের সেক্রেটারি জেনারেল। তার জন্মস্থান পিরোজপুরের চল্লিশা গ্রামে।মুত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। নিউইয়র্কে এমটিএ’তে কাজ করতেন।
শহিদূল ইসলামের ঘনিষ্ট নিয়ামুল নীরু নিউইয়র্ক কাগজকে বলেন, কয়েকদিন আগে ব্রুকলিনে তিনি কার একসিডেন্টের শিকার হন। মাউন্টসেনাই সাউথ, নাসাউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন। শনিবার জোহরের নামাজের পর তার নামাজে জানাজা লং আইল্যান্ডের একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
তার মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফকরুল আলম ও সাবেক এমপি এম এম শাহিন গভীর শোক প্রকাশ করেছেন।
Posted ৫:২৬ অপরাহ্ণ | শনিবার, ১৬ মার্চ ২০২৪
nykagoj.com | Monwarul Islam