সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রংকসে সারাহ হোম কেয়ারের শাখা উদ্বোধনঃআফরোজা ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   355 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রংকসে সারাহ হোম কেয়ারের শাখা উদ্বোধনঃআফরোজা ইসলাম
১২ই নভেম্বর ২০২৩ রোববার নিউইয়র্ক ব্রংকসে সারাহ হোম কেয়ার শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয় গোল্ডেন প্যালেসে ।জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করেছিলাম ।এর পেছনে ছোট একটি কারণ আছে ।যা কিনা আমার এই লেখার মধ্যেই ব্যক্ত করবো।
সিরাজগঞ্জের কন্যা রিদওয়ানা রাজ্জাক যাকে সেতু বলে ডাকি।তার আমন্ত্রণে সেখানে যাওয়া।সম্পর্কে ননদ।ননদিনীর অনুষ্ঠান বলে কথা ।হলে ঢুকতেই সেতু এগিয়ে এসে জড়িয়ে ধরে স্বাগত জানায়।তার হাসি মাখা মুখ সব কিছু ভুলিয়ে দেয়।অনুষ্ঠান উপভোগ করছিলাম প্রাণভরে।খাওয়া দাওয়া ও ছিল রুচিসম্মত।এরই মাঝে খালেক ভাই যিনি এ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র এসে জিজ্ঞাসা করলেন আমার নাম কি ?সংক্ষেপে বললাম পলি ।উনি বললেন পুরো নাম বলেন।আমি বললাম কিন্তু তখনও বুঝতে পারছিলাম না কেন এই জিজ্ঞাসা ?কিছুক্ষণ পরেই আমার নাম ধরে ডাকা হলো ।বুঝতে পারছিলাম না এটা আমি কিনা,হ্যাঁ আমিই কারণ সাথে বলা হয়েছিল সাংবাদিক মনোয়ারুল ইসলামের জীবনসঙ্গিনী ।বাধ্য হয়ে স্টেজে যেতে হয়েছে এবং আমাকে সুন্দর স্কার্ফ দিয়ে সম্মাননা জানানো হয় ।এত বড় সম্মান যদি ক্যামেরাতে বন্দী করতে না পারি তা হলে স্মৃতি টুকুই মুছে যাবে ।তাই কর্তাকে বললাম ক্যামেরাতে বন্দী করতে ।যদিও ক্যামেরাম্যান ছিলেন ।যিনি নিজেকে সুপার ক্যামেরাম্যান এবং সুপার ফটোগ্রাফার বলে দাবি করে ।সুপার ক্যামেরাম্যান এবং সুপার ফটোগ্রাফার হতে গেলে যে যোগ্যতা থাকা দরকার সেটা কি আছে ?হ্যাঁ আমি হয়তো তার চোখে অসুন্দর,অপ্রিয় কিন্তু এই অসুন্দর ,অপ্রিয় অতিথিদের   ছবি তোলার জন্যই পারিশ্রমিক দিয়ে নিয়োগ করা হয় সেটা হয়তো ভুলে গিয়েছেন ।
যা হোক অনুষ্ঠানে সিরাজগন্জ্ঞের কিছু দম্পতির উপস্থিতি ছিল ।তাই সেতু আমাকে ডেকে বললো আসো ভাবী ছবি তুলবো।ছবি তোলার জন্য গেলাম কিন্তু ক্যামেরাম্যানের কোন খবর নাই ।ডাকা ডাকি করেও তাকে পাওয়া যায়নি ।সেতুর জামাই বাবু ছবি তুলেছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল কেক কাটা এবং নাচ।যদিও ইচ্ছে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত থাকা হয়নি পরের দিন কাজ থাকার কারণে।সেতুর ভিডিওতে তা উপভোগ করে নিয়েছি ।সবশেষে ধন্যবাদ জানাই খালেক ভাই ও সেতুকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।
Facebook Comments Box

Posted ৫:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com