
বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ১৪ মে ২০২৪ | প্রিন্ট | 60 বার পঠিত | পড়ুন মিনিটে
হাতে ছিল স্ত্রী কারিনা কাপুর খানের নাম লেখা ট্যাটু। বহু বছর ধরে সেই ট্যাটু হাতে নিয়ে চলছিলেন সাইফ আলি খান। কিন্তু হঠাৎ করেই সাইফের হাত থেকে গায়েব সেই ট্যাটু! হঠাৎ বউয়ের নাম হাত থেকে মুছলেন কেন নবাব!
সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল সাইফের হাতের নতুন ট্যাটু। যেখানে নেই কারিনা নামের সেই ট্যাটু। সাইফের হাতের নতুন ট্যাটুর ছবিটি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। ছবিটি সমনে আসতেই ভক্তদের মাঝে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, দাম্পত্য জীবনে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে।
অনেকেই আবার মনে করছেন, কারিনার ট্যাটু মোছেননি সাইফ। বরং নতুন ছবির, নতুন চরিত্রের জন্য হয়তো এই ট্যাটু ব্যবহার করেছেন। যা কিনা অস্থায়ী। তবে এই নিয়ে মুখ খোলেননি সাইফ।
সিনেমা, সংসার, নবাব পরিবার। দুই সন্তানকে নিয়ে সুখের ঘরকন্না সাইফ-কারিনার। জেহ আর তৈমুর তাদের নয়নমণি। বড়দাদা তৈমুর সম্প্রতি সাত বছরে পা দিয়েছে। নবাবপুত্র তৈমুর জন্মেই সেলেব তালিকায় নাম লিখিয়ে ফেলেছে। বয়স মাত্র সাত। আর তাতেই এই পুঁচকের ভক্ত-সংখ্যা অনায়াসে টেক্কা দেবে বলিপাড়ার যে কোনও হেভিওয়েট স্টারকে। খবর: সংবাদ প্রতিদিন।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ মে ২০২৪
nykagoj.com | Stuff Reporter