শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আবার দেখা যেতে পারে ‘মেরুজ্যোতি’

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ১৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   75 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবার দেখা যেতে পারে ‘মেরুজ্যোতি’

দিন কয়েক আগে যারা রাতের আকাশে বর্ণিল আলো বা মেরুজ্যোতি (অরোরা) দেখার সুযোগ হারিয়েছেন, তাদের জন্য ‘সুখবর’। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে আবার মেরুজ্যোতি দেখার সুযোগ হতে পারে। কারণ, পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত আবার তীব্র হতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার দিনের শেষ ভাগে বেশ কয়েকটি তীব্র করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) বা ব্যাপক জ্যোতির্বলয় নির্গমনের ঘটনা ঘটতে পারে।

এর ফলে সূর্য থেকে পৃথিবীতে প্লাজমা ও চৌম্বকক্ষেত্রের উদ্‌গিরণ হবে। এই নির্গমন প্রচণ্ড ভূচৌম্বকীয় ঝড়ে পরিণত হবে।

২০০৩ সালের অক্টোবরে কথিত ‘হ্যালোইন স্টর্ম’-এর পর পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হানে গত শুক্রবার। এতে তাসমানিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের আকাশে মেরুজ্যোতি দেখা যায়।

তবে তখন মেঘলা আকাশের কারণে বিশ্বের অনেক দর্শক মেরুজ্যোতি দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। এখন আবার মেরুজ্যোতি দেখার সুযোগ তৈরি হতে পারে।

যুক্তরাজ্যের ইংল্যান্ডের সারে স্পেস সেন্টারের কিথ রাইডেন বলেন, রোববার দিনের শেষ ভাগ বা সোমবারের প্রথম প্রহরে পৃথিবীতে বেশ কিছু সিএমই পৌঁছাতে পারে। এগুলো আবার প্রচণ্ড ভূচৌম্বকীয় ঝড় সৃষ্টি করবে। ফলে আকাশে মেরুজ্যোতি দেখা যাবে।

তবে বিজ্ঞানীরা বলছেন, রোববার রাতের মেরুজ্যোতির তীব্রতা শুক্রবারের মতো হবে না।

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com