আন্তর্জাতিক ডেস্ক | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 32 বার পঠিত | পড়ুন মিনিটে
কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। রোববার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে বড় রকমের বিক্ষোভ সমাবেশ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা। পরদিন সোমবার রাতেই দলটির কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর ডনের।
মঙ্গলবার পিটিআইয়ের গণমাধ্যম সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে দলের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন পিটিআইর চেয়ারম্যান গহর আলী খান। এছাড়া আমির দোগার, শের আফজাল মারওয়াত, ওয়াজিরিস্তানের আইনপ্রণেতা জুবাইর খান ও আইনজীবী শোয়াইব শাহীনকেও গ্রেপ্তারের খবর জানা গেছে। মিত্র দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রধান সাহেবজাদা হামিদ রাজাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে।
গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। অবিলম্বে তার মুক্তির দাবিতে রাজপথে নেমেছে দলের নেতাকর্মীরা। ইমরান খানকে মুক্তি দিতে সরকারকে দুই সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
পিটিআই নেতা জেইন কুরেশি, জারতাজ গুল, ওমর আইয়ুব, শেখ ওয়াকাস আকরাম, সিমাবিয়া তাহিরকেও গ্রেপ্তারের জন্য খুঁজছিল পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে তাঁদের কেউ কেউ পার্লামেন্ট ভবনে আশ্রয় নেন।
Posted ৩:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter