শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্কচেষ্টার জামে মসজিদের জয়নাল-মুর্শেদ পরিষদের সংবাদ সম্মেলন

শহীদ-সাব্বিরদের নাচ গানে মানায়: মসজিদে নয়

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ মে ২০২৩   |   প্রিন্ট   |   272 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ-সাব্বিরদের নাচ গানে মানায়: মসজিদে নয়

পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনে জয়নাল-মুর্শেদ পরিষদের নেতৃবৃন্দ শহিদ-সাব্বিরদের মিথ্যাচারের নিন্দা করেছেন। তারা বলেছেন,শহিদ ও সাব্বিররা পবিত্র মসজিদকে ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের সাংস্কৃতিক ও নাচগানের অনুষ্ঠানে মানায়। পবিত্র মসজিদের নেতৃত্বে মানায় না। তারপরও বলবো, আমরা আশা করছি কোরবাণী ঈদের পর নির্বাচন হবে। যদি বিজ্ঞ ভোটাররা শহীদ-সাব্বির প্যানেলকে নির্বাচিত করেন আমরা ফলাফল মাথা পেতে নেব। বর্তমান মসজিদ কমিটি সাথে সাথে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। তবে নির্বাচনের দিন তারিখ নির্ধারন করার এখতিয়ার নির্বাচন কমিশনের। শনিবার ১৩ মে শনিবার ব্রংকসের পার্কচেষ্টারের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বর্তমান কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল আহিয়া, জয়নাল-মুর্শেদ পরিষদের সভাপতি প্রার্থী জয়নাল আবদীন চৌধুরী , সাধারন সম্পাদক প্রার্থী সৈয়দ শারফিন মুর্শেদ, বর্তমান কমিটির জুয়েল আহমেদ ও সহসভাপতি আব্দুল মতিন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তারেক আহমেদ,মোহাম্মদ ফটিক,আব্দুল সালাম, খলিলুর রহমান, মোঃ শাহিন মিয়া,  মোঃ আরিফ চৌধুরী,তাজুল ইসলাম, আঃ হাই,ফারুক আহমেদ  ও হোসেন চৌধুরী।
মসজিদ কমিটির বর্তমান সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল আহিয়া বলেন, শহিদ ও সাব্বিরদের বিভ্রান্তমূলক কর্মকান্ডে ভালো মানুষ মসজিদে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। আমরা মসজিদের ঐতিহ্য রক্ষার কাজে নিজেদের সর্মপন করেছি। জয়নাল-মুর্শেদ প্যানেল নির্বাচন করতে  প্রস্তুত। মাননীয় আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। রায় অনুসারে ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন হবে। বর্তমান কমিটির কোষাধ্যক্ষ সৈয়দ মুর্শেদ মসজিদের আয় ব্যয়ের হিসেব কম্পিউটার স্ক্রিনে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। প্রত্যেকটি আয় ও খরচের রিসিপ্ট সাংবাদিকদের প্রদর্শন করেন। তিনি বলেন, বিপক্ষ গ্রুপ পরাজয় নিশ্চিত জেনে মামলা দায়ের করে নির্বাচন স্থগিত করেছিল। তারা কমিউনিটিতে মামলাবাজ হিসেবে চিহ্নিত হয়েছেন। মসজিদের ২০ বছরের সুনামকে তারা ধুলিসাৎ করেছেন। এর জবাব ভোটাররা আগামী নির্বাচনে দেবেন ইশাল্লাহ। আব্দুল মতিন বলেন, উনাদের গানের আসনে মানায়। মসজিদে নয়।

Facebook Comments Box

Posted ২:২১ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com