সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উৎসবমুখর পরিবেশে  ব্রুকলিনে  এ্যাংকর ট্রাভেলস এর অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ মে ২০২৪   |   প্রিন্ট   |   345 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উৎসবমুখর পরিবেশে  ব্রুকলিনে  এ্যাংকর ট্রাভেলস এর অফিস উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে এ্যাংকর ট্রাভেলস এর ৪র্থ শাখা গত শুক্রবার ১০ মে উদ্বোধন হলো। আর তা উদ্বোধন করলেন বাংলার প্রিয়মুখ নায়িকা মোসুমী। কমিউনিটি একটিভিস্ট ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, মানি ট্রান্সফার কোম্পানী সানম্যান এক্সপ্রেসের কর্ণধার মাসুদ রানা তপন, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম ও এ্যাংকর ট্রাভেলস এর প্রেসিডেন্ট এএসএম উদ্দীন পিন্টুর উপস্থিতিতে মোসুমী কেক কেটে এই ট্রাভেলস এজেন্সীর অফিস উদ্বোধন করেন। এটি বাংলাদেশিদের প্রানকেন্দ্র ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড (৪৮৭ ম্যাকডোনাল্ড এভিনিউ) এর উপরে। প্রতিষ্ঠানটির আরও ৩টি শাখা রায়েছে। তা জ্যাকসন হাইটস ও ২টি ওজন পার্কে অবস্থিত। দুপুরে জুম্মার নামাজের পর নতুন এই অফিসে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রিয়দর্শিনী নায়িকা মোসুমী বলেন, প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনকালে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রবাসীরাই বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের এই নতুন উদ্যোগের সাথে আমি আছি। আশাকরি প্রবাসী বাংলাদেশিরা আরও বেশি করে এ্যাংকর ট্রাভেলস এর সেবা নেবেন। তাদের মাধ্যমে দেশে যাবার টিকেট কিনবেন ও বেশি বেশি অর্থ পাঠাবেন।

ফোবনার চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেন, ব্রুকলিনের এই অফিসটি মাল্টিসার্ভিসের কাজ করবে। এখানে বিমানের টিকেট কেনা, দেশে ডলার পাঠানো, ইমিগ্রান্ট হোম কেয়ারের মাধ্যমে বয়স্কদের সেবা গ্রহন ও মর্টগেজ সার্ভিস সুিবধা পাওয়া যাবে। আমি তাদের সফলতা কামনা করছি।

ফোবানার মেম্বার সেক্রেটারি কাজী আজম বলেন, আমার নিজ এলাকায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো। যেকোন ধরনের সহযোগিতায় আমি এ্যাংকর ট্রাভেলস এর সাথে আছি।

সানম্যান এক্সপ্রেসের কর্ণধার মাসুদ রানা তপন বলেন, এই প্রতিষ্ঠানের সেবাধর্মী কাজের সাথে আমার প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেসও জড়িত। এ জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। আশাকরি ব্রকলিনবাসী তা গ্রহন করবেন।

এ্যাংকর ট্রাভেলস এর প্রেসিডেন্ট এএসএম উদ্দীন পিন্টু বলেন, এই এলাকায় প্রচুর প্রবাসী বাংলাদেশি বাস করেন। বিশেষ করে নোয়াখালি, চট্রগ্রাম, সদ্বীপ ও সিলেটের বিপুল সংখ্যক মানুষ এ এলাকায় বাস করেন। তাদের হাতের কাছে প্রতিষ্ঠানটি চালু করতে পেরে আমি খুই আনন্দিত। সবার দোয়া ও সহযোগিতা চাই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রফিকুল্লাহ পাটোয়ারি,আনোয়ার হোসেন,আশরাফুল হাসান,মোহাম্মদ হক,মঈনউদ্দীন,মাগফেরাত ইসলাম, গোলাম রাব্বানী পারভেজ,তরিকুল ইসলাম মিঠু,কামাল উদ্দীন, মালেক খান ও আম্বিয়া বেগম।

Facebook Comments Box

Posted ২:৫০ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com