
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 73 বার পঠিত
বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস স্মরণে ব্যতিক্রমী কবিতা আবৃত্তি অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে দেশের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ। এ উপলক্ষ্যে গত ২৩ ডিসিম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে ‘কবিতাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্মার্ট ক্যাফে আয়োজিত অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি বেলাল আহমেদ এবং উপস্থাপনায় ছিলেন প্রবাসের বিশিষ্ট ছড়াকার মনজুর কাদের। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মইনুল আলম বাপ্পী।
অন্ষ্ঠুানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরাফ সরকারকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এসময় তিনি উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন যথাক্রমে মিশুক সেলিম, খালেদ সরফুদ্দিন, শামস চৌধুরী রুশো, শওকত রিপন, এস এম মোজাম্মেল হক, এবিএম সালেহ উদ্দিন, জেবুন্নেসা জোসনা, মোহাম্মদ আলী বাবুল ও সুস্মিতা দেবনাথ।
এছাড়াও আবৃত্তি করেন সুমন শামসুদ্দীন, আহসান হাবীব, মোহাম্মদ শানু ও শেখ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে শিশুশিল্পীদের মধ্যে অংশ নেয় যথাক্রমে নাহরীন ইসলাম, মুন হাই, রাইসা জেরীন ও লামমীম।
উল্লেখ্য, প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক কবিতাপ্রেমী প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নিউইয়র্ক। (ইউএনএ)
Posted ১২:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam