সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি–জামায়াতের কাছে দেশ গেলে আওয়ামী লীগের কেউ থাকতে পারবেন না: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৮ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি–জামায়াতের কাছে দেশ গেলে আওয়ামী লীগের কেউ থাকতে পারবেন না: আইনমন্ত্রী

বিএনপি–জামায়াতের কাছে দেশ গেলে আওয়ামী লীগের নেতারা থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘ওই বিএনপি-জামায়াতের কাছে যদি বাংলাদেশ যায়, তাহলে আপনারাও থাকবেন না, আমিও থাকব না, বাংলাদেশও থাকবে না। বাংলাদেশকে রক্ষা করার জন্য সবার সঙ্গে গলা মিলিয়ে বলব, আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, সংসদ সদস্য সাহাদারা মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার প্রমুখ।

গ্রামের কৃষকদের নৌকা মার্কায় ভোটদানে উদ্বুদ্ধ করতে কৃষিবিদদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা বলবেন, নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে জীবিত রাখতে হবে। তাই শেখ হাসিনার নেতৃত্ব চাই।’

কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে  আইনমন্ত্রী আনিসুল হক (বাঁ থেকে তৃতীয়) ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ (বাঁ থেকে চতুর্থ) অতিথিরা। ঢাকা, ২৭ আগস্ট
কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আইনমন্ত্রী আনিসুল হক (বাঁ থেকে তৃতীয়) ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ (বাঁ থেকে চতুর্থ) অতিথিরা। ঢাকা, ২৭ আগস্টছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘শেখ হাসিনা আমাদের এমন দেশ দিয়েছেন, যেখানে গৃহহীনরা বলতে পারছেন, “আমাদের গৃহ আছে।” যাঁদের বিদ্যুৎ ছিল না, তাঁরা বলতে পারেন, “বিদ্যুৎ পেয়েছি।” যেখানে মানুষের কথা কেউ শুনত না, সেখানে আজ গণতন্ত্র এসেছে। আমরা শেখ হাসিনার পেছনে দাঁড়িয়ে বলব, আমরাও আছি, আমরাও পারি, কাউকে পরোয়া করি না। এটাই আমাদের প্রত্যয় এবং আজকের শপথ।’

আগুন–সন্ত্রাস করে দ্বাদশ জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। আবার আগুন–সন্ত্রাস করে দেশকে অরাজকতার মধ্যে ঠেলে দিয়ে নির্বাচনকে বানচাল করতে চায় বিএনপি। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগের শিকড়, বঙ্গবন্ধুর আদর্শের শিকড় অনেক গভীরে, আন্দোলন করে আপনারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। জনগণ আমাদের ক্ষমতার উৎস।’

Facebook Comments Box

Posted ২:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com