শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনকে এক ডজন যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   77 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনকে এক ডজন যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের

ইউক্রেনের অব্যাহত অনুরোধের মুখে দেশটিকে এক ডজন মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানান বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানান, পোল্যান্ড আগামী কিছু দিনের মধ্যে সোভিয়েত-নির্মিত চারটি মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে।

বাকি যুদ্ধবিমানগুলোর অবস্থা পরীক্ষার করা দরকার জানিয়ে তিনি বলেন, পরীক্ষার পর বাকি যুদ্ধবিমানগুলো হস্তান্তর করা হবে।

ন্যাটো জোটভুক্ত অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি প্রেসিডেন্ট দুদা, যদিও স্লোভাকিয়া বলেছে, তারা যে মিগ যুদ্ধবিমানগুলো আর ব্যবহার করছে না সেগুলো ইউক্রেনে পাঠাবে।

Facebook Comments Box

Posted ১:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com