শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অবৈধ অভিবাসীদের বহিস্কারে রিপাবলিকানদের বিল সিনেটে

কাগজ রিপোর্ট   |   মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   327 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবৈধ অভিবাসীদের বহিস্কারে রিপাবলিকানদের বিল সিনেটে

অবৈধ অভিবাসীদের বহিস্কারে নতুন বিল আনলো রিপাবলিকান সিনেটর যোশ হাউলি। মন্টানা স্টেট থেকে নির্বাচিত এই সিনেটর মঙ্গলবার সিনেটে এই বিল উত্থাপন করেন। এতে বলা হয়েছে, স্টেটগুলো ফেডারেল ইমিগ্রেশন ল’ প্রয়োগে ক্ষমতা পাবে। এরমধ্যে অন্যতম হচ্ছে অবৈধদের বিতারনে স্টেট স্থানীয় আইন প্রয়োগকারি সংস্থাকে ব্যবহার করতে পারবে।

বেআইনী ইমিগেশন রুখতে আইন হাতে নিতে হবে স্টেটগুলোকে। উল্লেখ্য ২০১২ সালে সুপ্রীমকোর্ট স্টেটগুলোর ‘ইমিগ্রেশন এনফোর্সমেন্ট পাওয়ার’ খর্ব করেছিল। কিন্তু সিনেটর হাউলি তার বিলে স্টেটগুলোর ক্ষমতা বৃদ্ধিতে প্রস্তাব করেছে। তার মতে এতে বর্ডার স্টেটগুলো সীমান্ত সুরক্ষায় ক্ষমতায়ন হবে। রিপাবলিকানরা বলছেন, এ বছরই ৫ লাখ অবৈধ ইমিগ্র্যান্ট সীমান্ত দিয়ে প্রবেশ করেছে।

 

আরও ১৫ লাখ প্রবেশের অপেক্ষায়। এভাবে অবৈধরা আসতে থাকলে আমেরিকা একদিন অন্যদের দখলে চলে যাবে।

এদিকে রিপবলিকান শাসিত স্টেটগুলো বিশেষ করে টেক্সাস, আরিজোনা ও ফ্লোরিডা কাগজপত্রহীন ইমিগ্র্যান্টদের বাসে বা ট্রেনে জোর করে ডেমোক্র্যাট অধ্যুষিত স্টেটগুলোতে পাঠিয়ে দিচ্ছে। ফেডারেল আইন না থাকায় তারা ধরে ধরে বহিস্কার করতে পারছে না। এই বিল পাশ হলে রিপাবলিকান গর্ভনররা খরগ চালাবে অবৈধদের আমেরিকা থেকে বহিস্কার করতে।

ইমিগ্র্যান্ট এক্সúার্টরা বলেছেন, সিনেট ও হাউজে রিপাবলিক্যানরা মাইনোরিটি হওয়ায় এই বিল আলোর মুখ দেখবে ন্ া। এটা হাউলির স্ট্যান্ডবাজি।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com