
অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 177 বার পঠিত
টুইটার অধিগ্রহণের পর থেকেই একের পর এক চমক দিচ্ছেন মাস্ক। টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে শুরুতেই ছাঁটাই করেছেন তিনি। সম্প্রতি টুইটারের ভেরিফিকেশন প্রক্রিয়া বা ব্লু টিক অর্জনের প্রক্রিয়ায়ও পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
টুইটারের পরিচালনা বোর্ড ভেঙ্গে দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির নতুন মালিক ইলন মাস্ক। পরিচালক বোর্ডের সব সদস্যদের ছাঁটাই করে তিনি একাই টুইটারের সব দায়িত্ব সামলাতে চলেছেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই অনেকে দাবি করেছিলেন, কর্মীদের গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন তিনি। ১ নভেম্বর থেকেই তিনি টুইটারের অন্তত ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন বলে ধারণা করেছিলেন অনেকেই। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ছাঁটাই প্রক্রিয়া শুরুর জন্য কর্মীদের নামের তালিকাও চেয়ে পাঠিয়েছেন মাস্ক। তবে সম্প্রতি এই দাবি উড়িয়ে দিয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনী নিজেই। কিন্তু পরে জানা গেল, টুইটারের পরিচালন বোর্ডই তিনি তুলে দিয়েছেন।
টুইটার অধিগ্রহণের পর থেকেই একের পর এক চমক দিচ্ছেন মাস্ক। টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে শুরুতেই ছাঁটাই করেছেন তিনি। সম্প্রতি টুইটারের ভেরিফিকেশন প্রক্রিয়া বা ব্লু টিক অর্জনের প্রক্রিয়ায়ও পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবার থেকে যারা টুইটারের ‘ব্লু মেম্বার’ অর্থাৎ যাদের টুইটারের সাবস্ক্রিপশন রয়েছে, তাদের মধ্যেই ‘ব্লু টিক’ সীমাবদ্ধ রাখা হবে। এই সাবস্ক্রিপশনের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। সেই খরচও বাড়িয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবস্ক্রিপশনের খরচ বেড়ে ১৯.৯৯ ডলার হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৩৪ টাকা। এই টাকা না দিলে যাদের ইতোমধ্যে ব্লু টিক রয়েছে, তারাও সেটি হারাতে পারেন।
তবে ভেরিফিকেশন প্রক্রিয়ায় ঠিক কী কী বদল আনা হচ্ছে, তা স্পষ্ট করে জানাননি মাস্ক।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
nykagoj.com | Stuff Reporter