
আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 71 বার পঠিত
যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের কাছে সোনার হরিণ নামে খ্যাত পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রিন কার্ড)-এর নকশা বদল করা হয়েছে। এছাড়া কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিটের নকশাও বদলানো হয়েছে।
৩০ জানুয়ারি থেকে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) নতুন ডিজাইনের গ্রিন কার্ড সরবরাহ করতে শুরু করেছে।
নতুন এই পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রিন কার্ড) ও এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ওয়ার্ক পারমিট) কারিগরি দিক দিয়ে অনেক বেশি অগ্রসর। বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এমনকি দেখতেও আগের গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিটের চেয়ে ভিন্ন।
ইউএসসিআইএস পরিচালক এম যাদৌ জানান, ডকুমেন্টস ট্যাম্পারিং রোধে নতুন কার্ড খুবই কার্যকর। পুরাতন কার্ড এক্সপায়ার্ড না হওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে এজেন্সির স্টকে থাকা পুরোনো কার্ডগুলো শেষ করতে কিছু গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট পুরোনো কার্ডেই ইস্যু হচ্ছে।
Posted ১:১৩ অপরাহ্ণ | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
nykagoj.com | Stuff Reporter