
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 88 বার পঠিত
যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাস ওপেন হাউজের আয়োজন করেছে। আগামী স্প্রিং সেশনে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়তে আগ্রহীদের বিনা খরচে পরামর্শ দেয়া হবে। যাকে বলা হচ্ছে স্প্রিং ফেয়ার। জানুয়ারিতেই বাংলাদেশে দুটি স্প্রিং ফেয়ার অনুষ্ঠিত হবে। প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি রোববার র্যাডিসন ব্লু চট্রগ্রাম বে ভিউ হোটেলে। দ্বিতীয়টি ৩১ জানুয়ারি মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। এ ফেয়ারের আয়োজক হচ্ছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের ‘এডুকেশনইউএসএ প্লাটফরম’।
Anyone who wants to attend can register at these links:
Chattogram fair to be held on January 29, 2023:: https://forms.gle/aFAEzJmfJQ2wKoH78
Dhaka fair to be held on January 31, 2023: https://forms.gle/BxpHge2zEuhkPVF88
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে বাংলাদেশি আগ্রহী ছাত্রছাত্রীরা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের এডমিশন অফিসিয়াল বা এডভাইজারদের সাথে মুখোমখি কথা বলতে পারবেন। তারা জানতে পারবেন ভর্তির শর্তবলী ও স্কলারশীপের সুবিধাদি। একই সেশনে দূতাবাস কর্মকর্তা ও ‘এডুকেশনইউএসএ প্লাটফরম এর এডভাইজররা এফ-১ স্টুডেন্ট ভিসা প্রসেস ও উচ্চ শিক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করবেন।
এডুকেশনইউএসএ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের নেটওয়ার্কের আওতাধীন একটি সংস্থা। যাদের ১৭৮টি দেশে ৪২৫টি আর্ন্তজাতিক স্টুডেন্ট এডভাইজরি সেন্টার রেয়েছে। তারা বিভিন্ন দেশ থেকে আমেরিকায় লেখাপড়া করতে আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ ও বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকে।
Posted ৩:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam