রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান

বাংলাদেশ সোসাইটির সভায় মোহাম্মদ আজিজের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ সোসাইটির সভায় মোহাম্মদ আজিজের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহিত

 

মোহাম্মদ আজিজের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা প্রস্তাব পাস করেছে বাংলাদেশ সোসাইটি। গত ২ মার্চ রোববার সংগঠনের কার্যকরি কমিটির সভায় এ প্রস্তাব গৃহীত হয়। গত ২৬ মার্চ কমিউনিটির বিভিন্ন সংগঠন নিয়ে সোসাইটির ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান (বিদায়ী) মোহাম্মদ আজিজের অসদাচারন ও সভাপতি আতাউর রহমান সেলিমকে নাজেহাল করায় এ নিন্দা প্রস্তাব আনা হয়। বাংলাদেশ সোসাইটির ব্যবস্থাপনায় গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হ্যারিটেজ ডে ও জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড এপ্রিলে।

বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ২ মার্চ, রোববার দুপুরে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি— মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি— কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক— আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ— মফিজুল ইসলাম ভূঁইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক— ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক— অনিক রাজ, সমাজ কল্যাণ সম্পাদক— জামিল আনসারী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক— আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক— মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য— হারুন অর রশিদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী।

সভায় সকলকে অবহিত করা হয় গত দুই বছরের ন্যায় এবারও নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামের বাসভবন গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন করা হবে। এবারের অনুষ্ঠানে হোস্ট কমিটি হিসেবে বাংলাদেশ সোসাইটিকে মেয়র অফিস থেকে মনোনীত করা হয়েছে। প্রেস্টিজিয়াস এই অনুষ্ঠানটি হোস্ট করতে সকলের মতামত জানতে চাইলে উপস্থিত সকলে আয়োজনে সম্পৃক্ত থাকার বিষয়ে মতামত দেন।

এদিকে আগামী ১৩ এপ্রিল, রোববার প্রথমবারের মত বাংলাদেশ সোসাইটির ব্যানারে বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ডে প্যারেডের প্রধান সহযোগী সংগঠন হিউম্যানিটি ইমপ্লয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন। বাংলাদেশে ডে প্যারেড সফল করতে প্রবাসের সকল আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, পেশাজীবী ও অন্যান্য সংগঠনদের নিয়ে বৃহৎ পরিসরে প্যারেড আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সোসাইটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলনে সোসাইটির বর্তমান বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ আজিজ সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিমের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। সোসাইটির একটি গুরুত্বপূর্ণ পদে বসে এ ধরনের আচরণ কাম্য নয় বলে সবাই মতামত দেন। একই সাথে সকলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে সোসাইটির সভাপতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে সবাই অনুরোধ জানান। একই সাথে এই অপ্রীতিকর ঘটনার জন্য সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাবও গৃহীত হয়।

বাংলাদেশ সোসাইটির ওপর গড ফাদারদের কালো হাত এখনও রয়ে গেছে। কোন উদ্যোগ নিলেই মোড়লরা তা রুখতে ষড়যন্ত্রে মেতে উঠেন। বির্তক উত্থাপন করেন । প্রতিহিংসায় জ্বলে উঠেন প্রানপ্রিয় সংগঠনকে হেয় করতে। কিন্তু বর্তমান নেতৃত্ব সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাবার চেষ্টা করছে।

Facebook Comments Box

Posted ১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com