
প্রেস বিজ্ঞপ্তি | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 108 বার পঠিত | পড়ুন মিনিটে
সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশী বংশোদ্ভুত এক নরওয়েজিয়ান নাগরিককে শারিরিক ভাবে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জানাচ্ছে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাঙালীদের সংগঠন ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’। সংগঠনটির মূখ্য সমম্বয়কারী আবদুল কাদের সাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয় যারা বিমানবন্দরে যাত্রীসেবার কাজে নিয়োজিত তাদের কাছ থেকে এ ধরনের আচরন অনভিপ্রেত। রাস্ট্রের ইউনিফর্মধারী কর্মচারীরা যদি আইন নিজের হাতে তুলে নেয় এবং এ ধরনের সন্ত্রাসী আচরন করে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। ”এটা শুধু প্রতিষ্ঠানটির উচ্ছৃঙ্খলতাকেই তুলে ধরেনি, এতে বাংলাদেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। আমরা আশা করব সরকার দোষী ব্যাক্তিদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করবেন,” কাদের বলেন। এ কথা ভুলে গেলে চলবে না গতবছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রবাসীরা আন্দোলনের এক পর্যায়ে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়ে স্বৈরাচারী সরকারের ওপর প্রবল চাপ সৃস্টি করেছিল। তাই বিমানবন্দরে প্রবাসীদের সাথে এ ধরনের আচরন নিন্দনীয়।
প্রবাসীরা আইনের উর্ধ্বে নয়। তারা কোন অপরাধ করলে তাদেরকে গ্রেফতার করার সুযোগ আছে। তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া যায়। কিন্তু সন্ত্রাসী স্টাইলে একজন প্রবাসীর ওপর ১০/১২ জন হামলা করে তাকে রক্তাক্ত করবে এটা কোন ভাবেই কাম্য নয়। আমরা আশা করবো সরকার দোষী ব্যাক্তিদের দ্রুত বিচারের আওতায়এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। কারন আইনের শাসনে মাস্তানীর কোন জায়গা নেই।
Posted ৪:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
nykagoj.com | Monwarul Islam