সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশি অবৈধদের  জন্য ভারতে ডিটেনশন সেন্টার?

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   155 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশি অবৈধদের  জন্য ভারতে ডিটেনশন সেন্টার?

বাংলাদেশি অবৈধ অভিবাসীদের জন্য মুম্বইয়ে একটি ভাল ডিটেনশন সেন্টার বা বন্দিশিবির নির্মাণের ঘোষণা দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি বলেছেন, যেহেতু এসব বাংলাদেশিকে সরাসরি জেলে পাঠানো হবে না, সেজন্য তিনি এই বন্দিশিবির নির্মাণ করবেন। এর আগে কল্যাণে বেআইনিভাবে  বসবাস করার অভিযোগে থানে পুলিশের মানবপাচার বিরোধী একটি সেল গ্রেপ্তার করেছে এক বাংলাদেশি দম্পতিকে। এ খবর দিয়েছে অনলাইন বিজনেস স্ট্যান্ডার্ড। ফডনবিস বলেন, সম্প্রতি আমরা দেখেছি মাদকের মামলায়, বেআইনি প্রবেশের মামলায় অবৈধ বাংলাদেশিরা। তারা সবাই বিদেশি নাগরিক। ফলে তাদেরকে সরাসরি জেলে রাখা যাবে না। তাদেরকে রাখতে হবে ডিটেনশন ক্যাম্পগুলোতে। দেবেন্দ্র ফডনবিস বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি মাদকের মামলা, বেআইনি প্রবেশের মামলায় বেআইনি বাংলাদেশিরা। তারা সবাই বিদেশি নাগরিক। তাদেরকে আমাদের জেলে সরাসরি রাখা যাবে না। তাই বৃহানমুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) আমাদেরকে বন্দিশিবির বানানোর জন্য জমি দিয়েছে। কিন্তু সেই জমি বন্দিশিবিরের আদর্শ অনুসরণ করে না। এ জন্য আমরা বিএমসির কাছে আরেকটি জমি চেয়েছি। ফলে মুম্বইতে একটি ভাল বন্দিশিবির নির্মাণ করা হবে। ওদিকে থানে পুলিশের মতে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে কথিত দুই বাংলাদেশিকে শনাক্ত করেছে তারা। তারা হলেন সবুজ সানোয়ার শেখ এবং বৃষ্টি সবুজ শেখ। বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। পুলিশ আরও বলেছে, পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারার অধীনে এই দম্পতির বিরুদ্ধে মামলা করেছে থানে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তাদেরকে আশ্রয় দেয়ার কারণে মুস্তাফা মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধেও মামলা করা হয়েছে। বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন ওই দম্পতি এটা জানা সত্তে¡ও তাদেরকে বাড়িভাড়া দিয়েছিলেন তিনি। 

 

Facebook Comments Box

Posted ৩:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com