সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উপদেষ্টা আসিফ নজরুল সুইজারল্যান্ডে অপদস্থ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উপদেষ্টা আসিফ নজরুল সুইজারল্যান্ডে অপদস্থ

 

বাংলাদেশের অন্তর্বতীর্কালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রভাবশালী উপদেষ্টা ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের অন্যতম শহর জেনেভা বিমানবন্দরে একদল দুর্বৃত্ত অপদস্থ করেছে বলে জানা গেছে। ৭ নভেম্বর বিকেলে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের একটি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ৭ নভেম্বর দেশে ফেরার জন্য বিমানবন্দরে পেঁৗছালে এ ঘটনার শিকার হন আসিফ নজরুল। এ সময় দূতাবাসের প্রটোকল ছিল তার সঙ্গে।

আসিফ নজরুলকে বহনকারী গাড়ি জেনেভা বিমানবন্দরে আসার পর পূর্বপরিকল্পিতভাবে উপস্থিত একদল লোক সেখানে তাঁকে ঘিরে ধরেন। এরপর বেশ কয়েক মিনিট তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেছেন। তারা তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন। এদের মধ্যে একজনকে আসিফ নজরুলের উদ্দেশে বলতে দেখা যায়, ‘আপনি মিথ্যাচার করেছেন।’

অপদস্থ করার ঘটনায় জড়িত অনেকের নাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, সাধারণ সম্পাদক শ্যামল খান, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি রহমানসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অন্য একজন বলেন, ‘আপনারা পাকিস্তানের প্রেতাত্মা। আপনারা নিরীহ লোক হত্যা করছেন। হাজার হাজার পুলিশ হত্যা করেছেন। নিরীহ ছাত্রদেরকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন।’ পাশ থেকে আরেকজন বলেন, ‘আপনারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। আপনারা অবৈধ।’

এসময় ড. আসিফ নজরুল ওই ব্যক্তিদের বলেন, ‘আপনারা এসব বলতে এসেছেন। আপনারা কথা বলতে আসেন নাই।’ এরপর তিনি পাশ কাটিয়ে চলে যেতে চাইলে ওই ব্যক্তিরা তাকে ঘিরে ধরে থাকেন। একটা পর্যায়ে আইন উপদেষ্টাকে বলতে শোনা যায়, ‘আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?’ পরে তিনি চলে যেতে শুরু করলে পেছন থেকে একজন স্লোগান দিতে থাকেন, ‘পাকিস্তানী রাজাকার বাংলাদেশ ছাড়, ছাড় …।’

 

Facebook Comments Box

Posted ৫:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com