সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি বলেন, কাশেম ভাই ঘটনাটি আমাকে তাৎক্ষনিকভাবে জানাননি। তখনতো আমি ঐ কেন্দ্রেই ছিলাম। পেশাগত কাজে বাধা দিয়েছে জানলে সাথে সাথে অ্যাকশন নিতাম। পরে তা জেনেছি। অপ্রীতিকর কোন ঘটনা যদি ঘটে থাকে সেজন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমি দুঃখিত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এমন ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, সম্প্রতি নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হস্তক্ষেপের ঘটনা ঘটছে। সংশ্লিষ্ঠ কতৃর্পক্ষকে এ ব্যাপারে সর্তকতামূলক আচরনের আহবান জানানো হচ্ছে।