
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 199 বার পঠিত | পড়ুন মিনিটে
বসুন্ধরা গ্রুপের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন থেকে নঈম নিজামকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ও রাজনৈতিক চাপে তাকে বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে। তার স্ত্রী ফরিদা ইয়াসমীন ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি। সরকার পরিবর্তনের পর তাঁকেও সরিয়ে দেয়া হয়েছে। সম্প্রতি তারা ২ জনই আমেরিকার গ্রীনকার্ড পেয়েছেন। নঈম নিজামের সম্পাদনায় নিউইয়র্ক থেকে ‘ NY Pratidin’ নামে অনলাইন পত্রিকা প্রকাশিত হয়। যার নির্বাহী সম্পাদক লাভলু আনসার। নঈম ও ফরিদা উভয়েই বাংলাদেশে রয়েছেন।
Posted ৬:০২ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০২৪
nykagoj.com | Monwarul Islam