
ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 178 বার পঠিত | পড়ুন মিনিটে
জ্যাকসন হাইটস—এ খানস টিউটোরিয়ালে নবাগত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নেভিগের্টিং কলেজ এজ এ সাউথ এশিয়ান’। যে সকল শিক্ষার্থী আগামীতে বিভিন্ন ভাল রেঙ্কিংয়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হাতে যাচ্ছেন তাদের অংশগ্রহণেই ছিল এই অনুষ্ঠান। অনুষ্ঠানে এসোসিয়েট ডীন অব স্টুডেন্টস ড. শারমিন আহমেদ গত শনিবার এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
এ সময় খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান, প্রেসিডেন্ট ও সিইও ডা. ইভান খান এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাবা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খানস টিউটরিয়ালের সিইও ডা. ইভান খান বলেন, এসোসিয়েট ডীন অব স্টুডেন্টস ড. শারমিন আহমেদ আজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা একজন শিক্ষার্থীকে তার স্বপ্নপূরণে কাজ করছি। প্রতি বছরের মতো এবারও অত্যন্ত সফলভাবে আমরা কাজটি সম্পন্ন করতে পারছি বলে সকলকে ধন্যবাদ জানাই।
Posted ১২:০১ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুলাই ২০২৪
nykagoj.com | Monwarul Islam