মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুইন্স কমিউনিটি বোর্ডে নার্গিস, দেলোয়ার, দিলীপ, মেহেদী ও ওসমানসহ ১২ বাংলাদেশি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   259 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুইন্স কমিউনিটি বোর্ডে নার্গিস, দেলোয়ার, দিলীপ, মেহেদী ও ওসমানসহ ১২ বাংলাদেশি নির্বাচিত

কুইন্স কমিউনিটি বোর্ডে নতুন করে ১২ জন বাংলাদেশি ২ বছরের জন্য পাবলিক সার্ভেন্ট হিসেবে নিয়োগ পেলেন। কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস বৃহস্পতিবার ৪ এপ্রিল ১৪টি কমিউনিটি বোর্ডের ৩৫৫ জান পাবলিক সার্ভেন্টের নাম ঘোষণা করেন। এ বছর মোট আবেদনকারি ছিলেন ৮৪৮ জন। কমিউনিটি বোর্ড ৮ জামাইকা, কিউ গার্ডেন,ব্রায়ারউড, সাউথ ফ্লাশিং ও হলিসউড নিয়ে গঠিত। এই বোর্ড থেকে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। তারা হলেন ফকরুল ইসলাম দেলোয়ার,সাইফ আলম,দিল আফরোজ (নার্গিস আহমেদ),দিলীপ নাথ, আলেয়া সেলিম ও মোহাম্মদ তুহিন। কমিউনিটি বোর্ড ১ থেকে নির্বাচিত হয়েছেন আমিন মেহেদী। নির্বাচিত অন্য বাংলাদেশিরা হলেন ওসমান আলী চৌধুরী (কমিউনিটি বোর্ড ২), মোহাম্মদ ইসমাইল (কমিউনিটি বোর্ড ৪), কামাল ভূঁইয়া (কমিউনিটি বোর্ড ৯), ফজলুর রহমান (কমিউনিটি বোর্ড ১০) ও খোন্দকার ইসলাম (কমিউনিটি বোর্ড ১২)। প্রত্যেকটি কমিউনিটি বোর্ডের সদস্য সংখ্যা ৫০ জন। প্রতি ২ বছর মেয়াদে কুইন্স ব্যরো কমিউনিটি বোর্ডে ৩৫৫ জন করে নিয়োগ দেয়া হয়। এ বছর ২০২৪-২০২৫ মেয়াদে এই নিয়োগ দেয়া হলো।

নির্বাচিতদের মধ্যে অনেকেই পুনঃনির্বাচিত হয়েছেন। তবে ৫৫ ভাগ সদস্যই নতুন। যাদের মধ্যে ১১৭ জন রয়েছেন মহিলা। কমিউনিটি বোর্ডগুলোতে এশিয়ান, আফ্রিকান ও স্পেনীশ প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২২ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com