বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে সিএএ আবেদন করেনি কেউ

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   54 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে সিএএ আবেদন করেনি কেউ

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) অধীনে ভারতের নাগরিকত্ব পেতে গত দেড় মাসে একজনও সরকারের কাছে আবেদন করেননি। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়, ভারতের সিএএর আওতায় কতজন নাগরিকত্বের জন্য আবেদন করলেন, সে তথ্য দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে নেই। তথ্য জানার অধিকার আইন অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করে একাধিক সমাজকর্মী এমন উত্তর পেয়েছেন।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াই করছেন– এমন সমাজকর্মীরা এ নিয়ে কাজ করছেন। তারা জানান, সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী কর্মকর্তা নিয়োগসহ যেসব অবকাঠামো গড়ে তোলার কথা বলা আছে আইনে, সেগুলো যে চালু হয়নি, তা সরকার নিজেই স্বীকার করেছে সুপ্রিম কোর্টে।

শুধু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সংবাদমাধ্যমের কাছে জানান, বরাক উপত্যকা থেকে একজন নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন। তবে সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি। পরিস্থিতি দেখে বিজেপির একাংশ মনে করছে, ভোটের আগে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করে যে রাজনৈতিক লাভ তারা পাবে মনে করেছিল, তা সম্ভবত পাওয়া যাবে না।

Facebook Comments Box

Posted ২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com